মানুষের মতো চা-বিস্কুট খাচ্ছে পোষ্য টিয়া পাখি, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Viral Video Of Parrot: সকাল হলেই চা-বিস্কুট নাহলে দিন শুরু হতে চায় না। তবে শুধু চায়ের কাপে চুমুক কি মানুষই দেবে। না যেমন ভাবে দিন বদলাচ্ছে চায়ের কাপে টিয়া পাখি চুমুক দিলে খুব হতবাক হবার নেই। ওহ! যেমন কথা ঠিক তেমন কাজ। সম্প্রতি এক টিয়া (Parrot) পাখির চা-বিস্কুট খাওয়ার ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল (Viral)। এই টিয়াটির নাম সুইটি। তার মালকিন ও সুইটির এমন কর্মকান্ডে হতবাক দর্শকরা।
ভিডিওর শুরুতেই দেখা যায় তার মালকিন টিয়াটিকে সুইটি নাম ধরে জোরে জোরে ডাকছেন ব্রেকফাস্ট করার জন্য। সাথে সাথেই চা ও বিস্কুট নিয়ে হাজির হলেন মালকিন। চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুট খাইয়ে দিলো সুইটিকে নিজে হাতে সে। তবে এবার তো চা খাওয়ার পালা। সুইটি সম্পূর্ণ বিছানায় পাক খেতে থাকে। এবার এসে চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে প্রথমে চায়ের উপরে যে আস্তরণ পড়ে সেটি তুলে নিয়ে খেয়ে নেয়। আর এই টিয়া পাখির ব্রেকফাস্ট করার ভিডিও মনে ধরেছে নেট নাগরিকদের।
‘Me Lisa’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল মাস খানেক আগে। ৬৩ হাজার মানুষ দেখেছেন এই ভিডিও। সাথে কেউ লিখেছেন -‘দুর্দান্ত সুন্দর একটা ব্যাপার দেখলাম’। দ্বিতীয়জন লিখেছেন -‘টিয়া পাখিরা চা খেতে ভালোবাসে তা জানা ছিল না’। আবার অনেকেই খাঁচার মধ্যে নয় বরং নিজের ঘরে খোলা রেখে টিয়া পাখিটিকে পুষছে সেই মহিলা তার জন্য ভালো বলেছেন।