Viral VideoVideo

Dance Video: বলিউড সুপারহিট গানে শর্ট ড্রেসে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Viral Video: টিকটক দেশ থেকে চলে গেলেও শর্ট ভিডিওর জনপ্রিয়তা কিন্তু থেকেই গেছে। মানুষের হাতে সময় কম তাই কয়েক সেকেন্ডের ভিডিও কার্যত মন জয় করে নিচ্ছে। সেই কারণেই দেশে দর্শকদের প্রথম পছন্দ হয়েছে ইউটিউব (Youtube) শর্টস। নিজের প্রতিভা দেখানোর আদর্শ জায়গা এই ইউটিউব। তেমনই সম্প্রতি সোনালী ভাদুরিয়া (Sonali Bhadoria) নামের এক সুন্দরী যুবতীর ভিডিও মন কেড়ে নিয়েছে। ২০ সেকেন্ডের এই ভিডিও কার্যত সবাইকে করে তুলেছে তার বড়ো ফ্যান।

শর্ট ড্রেসে একটি স্টুডিওর মধ্যে বিখ্যাত হিন্দি পুরোনো গানের রিমিক্স ভার্সানে দুর্দান্ত নাচ করেছে। ‘এক পরদেশী মেরা দিল লে গেয়া’ গানের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্দান্ত নাচ করেছে। পরনে তার কালো হট প্যান্ট, লাল ক্রপ টপ, বান আপ বাঁধা চুল, হাই থাই সকস ও সু। সহজ সরল পোশাকেই তাকে দেখতে লাগছিলো হট ও সেক্সি। সাথেই মানানসয়ী মেকআপ, লিপস্টিক বাড়িয়ে তুলেছে সোনালীর সৌন্দর্য।

সোনালী সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল এক সদস্য। তার নিজের ইউটিউব চ্যানেল ও নাচের স্কুল আছে। লক্ষ লক্ষ ফ্যান ফলোইং তার। আগেও অনেক নাচ সামনে এসেছিলো যেগুলি দর্শকদের ভালো লেগেছে। গানের তালেই বিশেষ কিছু স্টেপ যা নিপুন ভাবে করেছে। তার দুস্টু- মিষ্টি এক্সপ্রেশন সবথেকে বেশি মুগ্ধ করেছে দর্শকদের। ‘লিভ টু ডান্স উইথ সোনালী’ তার নিজস্ব ইউটিউব চ্যানেল। সেই চ্যানেল থেকে ২০ সেকেন্ডের এই ভিডিও আপলোড করা হয়েছে।

২ বছর পরে আপলোড করা ভিডিও এখনও অবধি ৬ লাখের বেশি জন দর্শক দেখে নিয়েছেন। সবাই কার্যত প্রশংসা করছে ভিডিও দেখে। কেউ লিখেছেন ‘২০ সেকেন্ডের বেস্ট নাচ।’ আবার দ্বিতীয়জন লিখেছেন -‘তোমার জবাব নেই।’ কার্যত সোশ্যাল মিডিয়া ঘুরলে সোনালীর ফ্যান সর্বত্র পাওয়া যাবে। বর্তমানে ইউটিউবে ২৮ লক্ষ সাবস্ক্রাইবার্স আছে সোনালীর।