×
VideoViral Video

Snake Video: গ্লাস থেকে ঢকঢক করে জল খাচ্ছে তৃষ্ণার্ত পাইথন সাপ, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

Viral Video Of Python: জলের গ্লাস থেকে জল খেল তৃষ্ণার্ত পাইথন। মুহূর্তেই ভাইরাল ভিডিও। আজকাল কার যুগে দাঁড়িয়ে প্রতিনিয়তই আমরা এমন হাজারও ঘটনার সম্মুখীন হয়ে চলছি যা আমাদের অবাক করে চলছে। আমরা ভাবি যে, এও কি করে সম্ভব? কিন্তু, পৃথিবী হল এমন একটি জায়গা যেখানে অসম্ভব বলে কিছুই নেই। আর তাই এইসব ঘটনাগুলিও সম্ভব।

Snake Video: গ্লাস থেকে ঢকঢক করে জল খাচ্ছে তৃষ্ণার্ত পাইথন সাপ, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া -

এমনকি নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাঁদের আর এর সত্যতার ব্যাপারে জানাতে হয় না। আর সেইসব অবাক করা ঘটনাগুলিই সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাধ্যমে ধরা পড়ে আমাদের চোখে। সম্প্রতি একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে এক তৃষ্ণার্ত পাইথন সাপ কয়েক সেকেন্ডের মধ্যে জলের গ্লাস থেকে জল খাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Mike Richardson (@richsnakess)

মাইক রিচার্ডসন নামের এক ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারী ভিডিওটি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। এমনকি মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছেন। কেউ লিখেছেন ‛সাপটি এত তৃষ্ণার্ত কেন?’ কেউ লিখেছেন ‛সাপটিকে জলের কাছে যেতে দিন’। আবার কেউ লিখেছেন ‛এভাবে সাপ শুধু স্নান করতে পারে’। কেউ তো আবার বলেছেন ‛তিনি ভেবেছেন সাপটি মারা গেছে’। সম্প্রতি এই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হচ্ছে।