ঈশপের গল্পের জলজ্যান্ত প্রমাণ! বোতলে নুড়ি ফেলে জল খাচ্ছে কাক, তুমুল ভাইরাল ভিডিও

ছোট বেলার পাঠ্য বইয়ের সেই ঈশপের গল্প যেন সত্যি হয়ে উঠেছে। সেই গল্প নিশ্চয়ই সবারই কমবেশি মনে আছে। এক তৃষ্ণার্ত কাক কুঁজো থেকে জল পান করতে আসলেও জল বেশ খানিকটা নিচে ছিল। যে কারণে তার লম্বা ঠোঁট ঢুকিয়েও জল পান করতে পারেনি। তবে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। আশেপাশের থেকে নুড়ি পাথর সেই কুঁজোতে জলের মধ্যে ফেলে দিয়ে ধীরে ধীরে জল উপরের দিকে উঠিয়ে নিয়েই জল পান করেছিল সেই কাক। তবে এতো গেল বইয়ের পাতায় লেখা একটি গল্প।
সম্প্রতি ভাইরাল হয়েছে তেমনই একটি বাস্তবের ঘটনা। তবে গল্পে সামান্য বদল এসেছে, মাটির কলসির বদলে এবার জায়গা করে নিয়েছে প্লাস্টিকের বোতল। ভিডিওতে দেখা যাচ্ছে, ফাঁকা মাঠের মধ্যে মুখ খোলা অবস্থায় দাঁড় করানো রয়েছে একটি প্লাস্টিকের বোতল। পাশেই একটি গাছের কাটা গুঁড়ির উপর দাঁড়িয়ে রয়েছে একটি কাক। সে ওই বোতল থেকে জল খাওয়ার চেষ্টা করছে। সরু মুখের সেই বোতলে জল থাকলেও তা কাকের ঠোঁট ডুবিয়ে খাওয়ার মতো নয়।
আশেপাশে বেশ কয়েকটি নুড়ি পাথর ছিল যা কাকের চোখে পরে যায়। মাঠ থেকে তা জোগাড় করে ফেলতে শুরু করে বোতলের জলে। একসময় সত্যিই উপরে উঠে আসে বোতলের জল। কাক অনায়েসেই তার ঠোঁট ভিতরে ঢুকিয়ে জল পান করে নেয়। ‘Tansu YEGEN’ নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছিল দিন দুয়েক আগে।
Smart crow pic.twitter.com/wotX2o6if8
— Tansu YEĞEN (@TansuYegen) April 1, 2023
এখনও পর্যন্ত ৪৩ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। ভিডিও দেখে কেউ লিখেছেন -‘পৃথিবী শুরুর থেকে কাক সবথেকে বুদ্ধিমান পাখি’। তো দ্বিতীয়জন লিখেছেন -‘খুবই স্মার্ট কাক, ঈশপের গল্প আবার মনে করিয়ে দিচ্ছে আমাদের।’ এই ভিডিওর থেকে আবারো স্পষ্ট হলো একটি কাকের ঠিক কতটা বুদ্ধি হতে পারে ও তা সঠিক সময়ে কাজে লাগিয়ে সবাইকে চমকে দেয়।