ট্রেনের কামরায় দুর্দান্ত ভঙ্গিমায় নাচ এক কিন্নরের, তুমুল ভাইরাল ভিডিও
কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষেরা আজও এ সমাজে অবহেলিত। আজও উৎসব অনুষ্ঠানে বাদ পড়ে যান তৃতীয় লিঙ্গের মানুষেরা। যতই আদালত আইন করে স্বীকৃতি দিক না কেন, পাল্টায় নি এ সমাজের তথাকথিত ‘সভ্য মানুষ’দের দৃষ্টিভঙ্গি।
বেশিরভাগ সময়েই দেখা যায়, ট্রেনে রাস্তার সিগন্যালে হাততালি দিয়ে, আশীর্বাদ দিয়ে টাকা নিতে দেখা যায় এদের। কিন্তু আসলে এরাও তো মানুষ। সমাজের আর পাঁচজনের মতো তাঁদেরও সমান অধিকার রয়েছে এ পৃথিবীতে সম্মানের সঙ্গে বাঁচার। তা কি হয়? প্রতিদিন তাঁদের লড়াই করেই কাটাতে হয়।
এবার ভাইরাল হলেন তেমনই একজন।
সাদা শাড়ি লাল মোটা পাড়, গলায় কানে হাতে সোনালি গয়না, মাথায় ফুল সবমিলিয়ে যেন বলিউডের রেখা কে তুলে ধরেছেন পূজা। আর তাই তাঁকে মুম্বাই লোকালের যাত্রীরা ‘রেখা’ নামেই ডাকেন।
লোকাল ট্রেনের মধ্যেই সোনম কাপুর ও ইমরান খান অভিনীত আই হেট লাভ স্টোরিস সিনেমার বাহারা গানে নাচতে দেখা যায় পূজাকে। আর সেই ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।