সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে গান গেয়ে তাক লাগালেন যুবতী, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
সুশান্ত সিং রাজপুত মারা গেছেন বেশ কয়েকমাস হল। কিন্তু প্রত্যেকটি মানুষের মনের মধ্যে সুশান্ত এখনো রয়ে গেছেন। তার মৃত্যু এখনও অনেকেই মেনে নিতে পারছেন না। অনেকেই তাকে মনে করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর সিনেমার গান গেয়েছেন, তার ছবি এঁকেছেন, তাকে নিয়েই নানান বক্তব্য নিজের ভাষায় প্রকাশ করেছেন।
কিন্তু তা সত্বেও কেউই এখনও ওই মানুষটাকে ভুলতে পারছেন না। সম্প্রতি ঋতু আগারওয়াল নামে এক ইউটিউবার তার গানের মাধ্যমে সুশান্ত সিং রাজপুত-এর সকল ভক্তদের হৃদয়ে বসবাসকারী অভিনেতা সুশান্তকে ট্রিবিউট জানালেন।
তার ইউটিউব চ্যানেল থেকে সুশান্তকে ট্রি’বিউট জানানোর জন্য সুশান্তের অভিনীত ছবি ‘এমএস ধোনি আনটোল্ড স্টোরি’ জনপ্রিয় গান ‘কন তুঝে ইউ পেয়ার কারেগা’ এই গানটি গেয়েছেন তিনি। ওই ইউটিউবার, রিতু আগারওয়ালের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১.৯ মিলিয়ন এর কাছাকাছি।
এ থেকে পরিষ্কার বোঝা যায়, সোশ্যাল মিডিয়ার তার গানের অনেক ভক্ত। আর সুশান্তের এই হিট গানটির ভিডিও লাইকের সংখ্যা প্রায় ১৪ লক্ষ ২০০ এবং কমেন্টের সংখ্যা হল প্রায় ১১ হাজারের কাছাকাছি।