×
OffbeatVideoViral Video

রাস্তার মধ্যে চিতাবাঘের লেজ ও পা ধরে টানাটানি করছে যুবক, তারপর যা হল! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

কি সাংঘাতিক সাহস এক যুবকের নিজে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। চিতা বাঘের পা ধরে রেখেছেন শক্ত করে। হ্যাঁ শুনলে বিশ্বাস হবারই নয়। অন্য যে কোনো পশুর থেকে মানুষ ভয় পায় চিতাবাঘকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরির জন্য কিছু যুবক-যুবতীরা কার্যত সব সীমা অতিক্রম করে দিচ্ছে যার ফল এই ভিডিও। এই ধরণের ভিডিও যেমন সাথে সাথেই ভাইরাল হয়ে ওঠে তেমনই নেটিজেনদের সমালোচনার মুখোমুখি হয়।

ভিডিওতে দেখা গেল, অসুস্থ একটি চিতাবাঘ (Leopard) ঠিক করে হাঁটতে পারছে না। সেই সময় পিছন দিয়ে গিয়ে এক যুবক বাঘের একটি পা ও লেজ টেনে ধরে। কোনো মতেই সে একটুও এগোতে পারেনি। কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপে এই টুকুই দেখা গেছে। তবে পারভীন কাসওয়ান যিনি নিজেকে IFS বলে দাবি জানিয়েছেন তিনি এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটারের মাধ্যমে। পরে জানা যাচ্ছে সেই বাঘটি মারা গেছে।

কিন্তু এমন ভিডিও যে বা যারা করেছে তারা কি কোনোরকমের শাস্তি পাবে না? সেই নিয়েই সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। ১ লাখ মানুষের থেকেও বেশি দেখে নিয়েছেন এই ভিডিও। সবাই যুবকদের এই কাজে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে তো বলেছেন বাঘটা ঠিক থাকলে ছবিটা উল্টো হতো। কিন্তু আদেও কি এই ধরণের মানুষ গুলোর কোনোদিন হুঁশ ফিরবে? সেই প্রশ্নের জবাব নেই কারোর কাছেই।