শিক্ষিকার রাগ ভাঙাতে জড়িয়ে ধরে চুমু খেল খুদে ছাত্র, সোশ্যালে ব্যাপক ভাইরাল এই মিষ্টি ভিডিও

শিক্ষিকার রাগ ভাঙাতে চুমু খেল খুদে ছাত্র! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও। মা-বাবা র পর শিক্ষক শিক্ষিকাই ছাত্র-ছাত্রীদের কাছে পিতৃ-মাতৃ তুল্য। এমনকি তাদের ভরসাতেই প্রতিটা অভিভাবক বাচ্চাদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকেন। আর বাচ্চা মানেই একটু-আধটু দুস্টুমি করে তা আর বলার অপেক্ষা রাখেনা। আর সেই কারণে শিক্ষক-শিক্ষিকারা তাদের বকাবকি করেন। কিন্তু তারপরেও বাচ্চারা একই কাজ করে যায়।
তবে, ভালোবাসা যে নিমেষেই বিষয়টিকে কতটা সহজ করে তুলতে পারে সেটাই ধরা পড়লো এই ভিডিওটি (Video)। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক শিক্ষিকা তার খুদে ছাত্রের সঙ্গে কথা বলছে। তবে সেটা সাধারণ কথা নয়। বাচ্চাটি দুস্টুমি করে বলে শিক্ষিকা তার ছাত্রকে বলছে আমি তোমার সঙ্গে কথা বলবো না। কারণ আমি রাগ করেছি। আর তারপরই ছাত্রটি উঠে পরে লাগে ম্যামের রাগ ভাঙাতে।
কিন্তু ম্যাম কিছুতেই তার কথা মানেনা। এদিক ওদিক মুখ ঘুরিয়ে রাখে। কিন্তু ছেলেটির একটিই কথা ম্যাম আমি আর দুস্টুমি করবো না। সত্যি বলছি। অবশেষে ম্যামকে মানিয়ে নিয়ে বাচ্চাটি ম্যামের গালে চুমু এঁকে দেয়। এমনকি ম্যামও চেয়ে আরেক গালে চুমু নেয়। বিষয়টি যে তিনি বেশ উপভোগ করছেন তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। এরপর ম্যামও বাচ্চাটির গালে চুমু একে দেয়।
ऐसा स्कूल मेरे बचपन में क्यों नहीं था 😏😌 pic.twitter.com/uHkAhq0tNN
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 12, 2022
আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবদান অনেক। অনেকেই মনে করেন যে এসবের কারণে বাচ্চারা খারাপ হয়ে যায়। কিন্তু সব কিছুরই ভালো-মন্দ উভয় দিক আছে। কে কোনটা বেছে নেবে সেটা তার ব্যাপার। তবে, হাতে যদি ফোন থাকে তাহলে আপনি পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি ঘটছে তা নিমেষেই হাতের মুঠোয় নিয়ে দেখতে পারবেন। সম্প্রতি ছাত্র ও শিক্ষিকার চোখ জুড়ানো ভিডিও (Video) ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।