×
Viral Video

মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, রাতারাতি ভাইরাল ভিডিও

‛বদলি বদলি’ গানে নেচে তাক লাগালেন হরিয়ানভি কুইন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একজন অভিনেত্রীর পাশাপাশি তিনি দূর্দান্ত একজন নৃত্যশিল্পীও বটে। বিশেষত স্টেজ পারফরম্যান্স এ তার জুড়ি মেলা ভার। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি ইন্টারনেটের সেনসেশন হয়ে দাঁড়ান। এমনকি উঠে আসেন সংবাদের শিরোনামে।

মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, রাতারাতি ভাইরাল ভিডিও -

বরাবরই তার রূপে মুগ্ধ ভক্তরা। তাকে একটিবার দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলেই। আর তাইতো তার প্রতিটি ভিডিও (Video) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। এককথায় বলা চলে যে বর্তমান প্রজন্মের কাছে খুবই পরিচিত মুখ হল স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ এক্টিভ অভিনেত্রী।

মঞ্চের উপর দুর্দান্ত কায়দায় উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, রাতারাতি ভাইরাল ভিডিও -

মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। তার কোনো পোস্টই নজর এড়ায়না নেটজেনদের। সম্প্রতি স্বপ্নার একটি নাচের ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যেখানে স্বপ্নাকে স্টেজের মধ্যে ‛বদলি বদলি’ গানে দূর্দান্ত নাচতে দেখা যাচ্ছে। স্বপ্নার পরনে রয়েছে নীল রঙের সালোয়ার। ওড়না ও প্যান্ট একই রঙের। টেনে বাঁধা চুল।

‛Rathore Cassettes’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই অভিনেত্রীর এই ভিডিও (Video) ৪০৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ১ মিলিয়ন মানুষ। সম্প্রতি স্বপ্নার এই নাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।