×
Viral VideoVideo

মঞ্চের উপর কোমর দুলিয়ে দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ সুনিতা বেবির, ভাইরাল ভিডিও

হরিয়ানভি শিল্পী সুনিতা বেবি (Sunita Baby) আবার ভাইরাল হলেন তার নাচের জন্য। এখন সুনিতা বেবির হট ডান্স মজে থাকেন এইসময়ের পুরুষেরা। হরিয়ানভি শিল্পী স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) থেকেও সুনিতা বেবির হট ডান্স মানুষের মনে ঝড় তুলতে বাধ্য। তাই তার নাচ দেখতে মুখিয়ে থাকেন এখন দর্শকরা। সম্প্রতি জনপ্রিয় একটি গানে এবার তার নাচই ভাইরাল (Viral) হয়েছে ইউটিউবের থেকে।

মঞ্চের উপর কোমর দুলিয়ে দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ সুনিতা বেবির, ভাইরাল ভিডিও -

ভিডিওতে সুনিতাকে জনপ্রিয় হরিয়ানভি গান ‘আঙ্গুর’ গানে জবরদস্ত নাচ করতে দেখা গেছে। সম্পূর্ণ ওপেন স্টেজ প্রোগ্র্যামে নাচ করেছেন তিনি। পরনে কালো ও নীল রঙের সালোয়ার কামিজ। যে শরীরী আগুন তোলা নাচ শুরু করলেন সুনিতা তা দেখে কারেন্ট দৌড়াবে আপনার শরীরে। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে সামনে বসে থাকা সব পুরুষদের।

মঞ্চের উপর কোমর দুলিয়ে দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ সুনিতা বেবির, ভাইরাল ভিডিও -

সাথেই দুর্দান্ত মেকআপ, ঠোঁটে লিপস্টিক ও নাচের মধ্যে উষ্ণ এক্সপ্রেশনে সুনিতা বেবি সকলকে কাবু করতে বাধ্য। এর আগেও সুনিতা বেবির হট নাচ দেখা গিয়েছিলো কিন্তু এবারের টা সবার থেকে আলাদা। ভিডিওটি তিন বছর আগে ‘Sapna Tv’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ২.৩ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।

প্রচুর লাইক ও কমেন্ট ভরে উঠেছে সুনিতা বেবির এই নাচ। কেউ লিখেছেন -‘আপনার নাচ সত্যি খুব সুন্দর’। দ্বিতীয়জন লিখেছেন -‘স্টেজে পুরো ধামাল করে দিলে সুনিতা জি’। যদিও এখন ইউটিউবের থেকে বেশি তাঁকে ইনস্টাগ্রামে নাচ করতে দেখা যায়। তবে এই ভিডিওর সূত্র ধরেই সুনিতা বেবি এখন ছেয়ে আছে নেট নাগরিকদের মাঝে।