Viral Video

অবাক কাণ্ড! হাত জোড় করে মানুষের কাছ থেকে জল চাইছে কাঠবেড়ালি, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

জলের অপর নাম জীবন, তাই এক ফোঁটা জল পেলেও যেন জীবন ফিরে পায় যে কোনো প্রাণী। মানুষের না হয় জলের সংস্থান আছে। কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে জল পান যেন এক এক সময় হয়ে ওঠে মরীচিকার মতো। কাঠ ফাটা গরমে গাছে থাকে প্রাণী তাই সাময়িক স্বস্তি পেলেও তৃষ্ণা মেটাতে কি করবে? প্রাণীদের গলা ভেজানোর জন্য কিন্তু খুব কম মানুষ এগিয়ে আসেন। সম্প্রতি এরকমই এক মন ভালো করা ভিডিওর সাক্ষী রইল নেট নাগরিকরা।

অবাক কাণ্ড! হাত জোড় করে মানুষের কাছ থেকে জল চাইছে কাঠবেড়ালি, তুমুল ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি তৃষ্ণার্ত কাঠ বেড়ালি এক ব্যক্তির সামনে এসে বারংবার দুটি হাত জোড় করছে। প্রথম অবস্থায় সেই ব্যক্তি আঁচ করতে পারেনি। দ্বিতীয় অবস্থায় ঠিক আবারো একই রকম করলে পাশের থেকে তাকে বলে সে জল পান করার জন্যই হয়তো হাত দুটি জোড় করছে। মানবিক সেই ব্যক্তির হাতে থাকা জলের বোতলটি সাথে সাথেই কাঠবেড়ালির মুখে ধরে।

অবাক কাণ্ড! হাত জোড় করে মানুষের কাছ থেকে জল চাইছে কাঠবেড়ালি, তুমুল ভাইরাল ভিডিও

বোতলে থাকা সম্পূর্ণ জলটি সে পান করে বেশ কিছু সময় নিয়ে। সেই ব্যক্তি কিন্তু নিজে হাতে পুরো জল পান করিয়ে দিয়েছেন। কাঠবেড়ালির মুখে লাগিয়ে সেই বোতল থেকে ধীরে ধীরে জল পান করিয়ে দিচ্ছেন তিনি। একেবারে হুবহু ছোট্ট শিশুর মতন বোতল থেকে জলপান করাতে কিন্তু দেখা গেছে। ভিডিওর মাধ্যমেই জানা যাচ্ছে টুইটারে ‘Mahant Adityanath 2.0’ নামের পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল।

৪৫ সেকেন্ডের এই ভিডিওতে এখনও পর্যন্ত ২.৫ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই কার্যত রি-টুইট ও লাইকে ভেসেছেন সকলে। বেশিরভাগ মানুষ সেই অচেনা ব্যক্তির মনুষ্যত্বের প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন এমন দৃশ্য চট করে দেখা যায় না। তাই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছে।