VideoViral Video

মানবিকতার নজির! তৃষ্ণার্ত কাঠবেড়ালিকে বোতলে করে জল খাওয়ালেন দয়ালু ব্যক্তি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে নানান ধরনের ছবি কিংবা ভিডিও। বেশ কিছু ভিডিও দেখে যেমন আমরা হেসে লুটো পাটি খাই ঠিক তেমনই এমন অনেক ভিডিও আছে যেগুলি আমাদের ভাবিয়ে তোলে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে তা দেখে মন ভালো হয়ে গেছে নেট নাগরিকদের।

মাত্র ১ মিনিটের ছোট্ট সেই ভিডিওতে দেখা গেল এক কাঠবিড়ালির কাণ্ডকারখানা। না, গাছ থেকে ফল পেড়ে হাতে ধরে খেতে দেখা গেল না কাঠবিড়ালিকে। বরং এবার সে ঘটিয়ে ফেলল এক অন্যরকম কাণ্ড। তৃষ্ণার জ্বালা মেটাতে হাত জোড় করে এক ব্যক্তির কাছে চেয়ে নিল জলের বোতল। ভাইরাল হওয়া সেই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন বহু মানুষ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বোতল হাতে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করেই তাঁর সামনে এসে হাজির একটি কাঠবিড়ালি। হাত জোড় করার ভান করে সে যেন ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করছে জলের বোতল দেওয়ার জন্য। অমনি কাঠবিড়ালির মনের কথা বুঝে নিলেন ব্যক্তি। নিজের হাতে করেই তাকে খাইয়ে দিলেন জল। সমগ্র ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন ওই ব্যক্তির এক বন্ধু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই রীতিমতো ভাইরাল (Viral Video)।

 

View this post on Instagram

 

A post shared by @vedhamalhotra

ভাইরাল এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘গরমের জেরে তৃষ্ণার্ত কাঠবিড়ালি। নানান রকম অঙ্গি ভঙ্গি করে সে বুঝিয়ে দিল তার মনের ভাব। জল খাওয়ার পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল চুপটি করে। তারপর আস্তে আস্তে চলে গেল’। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও দেখে ফেলেছেন এক লক্ষেরও বেশি মানুষ। কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা করেছেন অচেনা ওই ব্যক্তির। প্রশংসা পেয়েছে কাঠবিড়ালিও।