×
OffbeatVideoViral Video

হুইলচেয়ারে করেই বাড়ির দরজায় খাবার পৌঁছে দিচ্ছেন ‘সুইগি গার্ল’, লড়াকু নারীকে স্যালুট জানাচ্ছে নেটিজেনরা

‘যে রাঁধে সে চুলও বাঁধে’- উক্তিটি খুবই প্রচলিত। আসলে নারী এই শব্দটি যে কতটা শক্তিশালী তা যেন প্রতিদিন আমাদের সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন কিছু নারী। তারা নিজেদের ঘর-পরিবারের সামলে অফিস কিংবা নিজেদের করেন। দিনের শেষে একরাশ ক্লান্তি থাকলেও সংসারের কথা ভোলেন না তারা। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে তা সত্যি অসাধারণ। এক মহিলা খাবার ডেলিভারি এজেন্ট বিশেষভাবে-সক্ষম। তার এই ভিডিও যেন মন গলিয়ে দিয়েছে নেট নাগরিকদের।

ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের। দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল নিজের টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে দেখা গেল হুইল চেয়ারে করে খাবার সরবরাহ করতে যাচ্ছেন সেই মহিলা। পিছনে ব্যাগ ও তার পরনের টি-শার্ট দেখে বোঝা সম্ভব হবে এই মহিলা কর্মরত ‘সুইগি’ কোম্পানিতে। আর শারীরিকভাবে সমস্যা থাকলেও তার কর্মদক্ষতা সত্যি নজর কেড়েছে।

হুইলচেয়ারে করেই বাড়ির দরজায় খাবার পৌঁছে দিচ্ছেন ‘সুইগি গার্ল', লড়াকু নারীকে স্যালুট জানাচ্ছে নেটিজেনরা -

স্বাতি মালিওয়াল ভিডিওটি শেয়ার করে লিখেছেন -“অবশ্যই জীবন খুব কঠিন, কিন্তু আমরা কখনও হার মেনে নিতে শিখিনি। আপনার আত্মাকে স্যালুট”। ভিডিওটি এখনও পর্যন্ত তিন লক্ষ মানুষের কাছাকাছি দেখে নিয়েছেন। সাথেই হাজার হাজার কমেন্ট করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন -‘আপনাকে সত্যি স্যালুট। সত্যি দেশের নারীদের অসংখ্য প্রণাম’। দ্বিতীয়জন লিখেছেন -‘সত্যিই আমাকে এই মানুষটি অনুপ্রাণিত করেছে।’

আমরা রাস্তায় দেখি অনেকেই সুস্থ শরীর থাকলেও ভিক্ষা চেয়ে নিজেদের দিন চালায়। আর অন্যদিকে এমন মানুষের দেখা পাওয়া যায় যিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না হলেও নিজে কষ্ট করে উপার্জন করে। ভারতে সব ধরণের মানুষের দেখা মেলে। কিন্তু আমরা সেই মানুষকে উদাহরণ হিসাবে দেখাবো না যাদের শরীর ভালো থাকতেও কাজ করার ইচ্ছা নেই। আমরা দেখাবো এই ধরণের নারীদের যে জীবনকে বেছে নিয়েছে এক যুদ্ধের ময়দান হিসাবে। আর Humppy -র সকল পাঠকদের পক্ষ থেকে এমন নারীদের দেবীপক্ষের আগেই প্রণাম।