VideoViral Video

জামাই ষষ্ঠী উপলক্ষে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

‛জামাই ৪২০’ সিনেমার টাইটেল ট্র্যাকে নেচে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল সুন্দরী যুবতী। এখনকার দিনে বিনোদনের অন্যতম একটি প্রধান মাধ্যম হল ইউটিউব (YouTube)। এখানে মানুষজন তাদের নিজ নিজ প্রতিভা তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। আর তারফলে তা পৌঁছে যায় পৃথিবীর আনাচে-কানাচে। আজকালকার দিনে মানুষ আগের চেয়ে অনেকটাই আধুনিক হয়েছেন। আর তাইতো ঘরের গণ্ডি পেরিয়ে তারা সমাজের কাছে নিজের প্রতিভা দিয়ে নিজেকে মেলে ধরছেন।

জামাই ষষ্ঠী উপলক্ষে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

সম্প্রতি তেমনই এক যুবতী নাচের মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছেন নেট মাধ্যমে। খুব সম্ভবত ওই যুবতীর নাম সোনামিকা (Sonamika)। ইউটিউবে (Youtube) তার একটি নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত ওই যুবতী একের পর এক নাচের ভিডিও (Video) পোস্ট করে থাকেন। আর যা মুহূর্তেই ভাইরাল (Viral) হয়। আর এবারেও তেমনটাই করেছেন। অল্প সময়ের মধ্যে এই নাচের দৌলতে নেট দুনিয়ার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন এই মেয়েটি।

জামাই ষষ্ঠী উপলক্ষে জনপ্রিয় বাংলা গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

এমনকি তার নাচের ভিডিও (Video) পোস্ট হওয়া মাত্রই প্রশংসার বন্যায় ভরিয়ে দেন নেটিজেনরা। এবারও একবার তার নাচে মন ভরলো সকলের। কখনও গোঁফ লাগিয়ে ছেলেদের লুকে আবার কখনও বউয়ের সাজে সেজে দুর্দান্ত নেচে গেছেন মেয়েটি। দুটো লুকেই যে তাকে বেশ মানিয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। বাড়ির ছাদের মধ্যেই গানের তালে নেচে ওই যুবতী তাক লাগিয়েছেন।

নিজের মতো করে দূর্দান্ত এক্সপ্রেশন দিয়ে নেচে চলেছেন ওই যুবতী। মাত্র ৬ ঘন্টা আগে পোস্ট করা এই ভিডিওটি ইতিমধ্যেই ৮ হাজার মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ৫০০-এর কাছাকাছি মানুষ। এমনকি বহু মানুষ আবার কমেন্টও করেছেন। কেউ লিখেছেন ‛দারুন’। আবার কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। কেউ লিখেছেন ‛যত ভালো বলবো ততই কম হবে’। সবমিলিয়ে ওই যুবতীর নাচের ভিডিও হু হু করে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।