Advertisement
OffbeatVideoViral Video

পুরো যেন Z+ সিকিউরিটি! সদ্যোজাত বাচ্চা হাতিকে গার্ড দিচ্ছে একদল হাতি, ভিডিও দেখে মুগ্ধ সাইবারবাসী

Advertisement
Advertisements

Viral Video Of Elephant: তামিলনাড়ু রাজ্যটি প্রাকৃতিক দিক থেকে বেশ এগিয়ে আছে। যেমন গাছপালা ঠিক তেমনই পশু-পাখির সম্ভারও আছে সেখানে। আর সেখানের Sathyamangalam Coimbatore রোডে ধরা পড়লো এক দারুন সুন্দর মুহূর্ত। এর আগে হাতিদের তো অনেক ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই ধরণের ভিডিও নিছকই আগে দেখা গিয়েছে কিনা মনে পড়বে না।

আইএফএস সুশান্ত নন্দা (IFS Susanta Nanda) একটি ভিডিও তার টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন। প্রতি সময়েই তিনি নতুন নতুন ভিডিও সামনে নিয়ে আসেন পশুপাখির। এবার তার ভিডিওর মাধ্যমে দেখা গেল রাস্তার মাঝ দিয়ে ৫টি হাতি (Elephant) হেঁটে যাচ্ছে। তাদের মাঝেই হাঁটছে সদ্য জন্মানো ছোট্ট বাচ্চা হাতি। দেখে মনে হবে সম্পূর্ণ গার্ড দিয়ে সেই ছোট হাতিটিকে নিয়ে যাচ্ছে তারা।

Advertisements

Advertisements

ভিডিওর ক্যাপশনেও সুশান্ত নন্দা এই কথাই উল্লেখ করেছেন। ভিডিওটি মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মধ্যে পছন্দ হয়ে যায়। কয়েক লক্ষ ভিউস হয়েছে ভিডিওতে। সাথেই নেটিজেনরা বলেছেন – ‘কোনো টাকা খরচ না করেই দুর্দান্ত সিকিউরিটি পেয়েছে’। আবার অন্য একজন বলেছেন – ‘এই কারনেই হাতি নামক পশুটিকে সবাই ভালোবাসে’। আপনিও দেখুন এই ভিডিও আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।