VideoViral Video

Viral : শিকারকে দেখে দূর থেকে ছুটে এসে এক লাফে আক্রমণ তুষার চিতার, তারপর যা হল … তুমুল ভাইরাল ভিডিও

বিগ ক্যাট ফ্যামিলির অন্যতম সদস্য তুষার চিতা। দেখতেও যেমন রাজকীয় ঠিক তেমনই তীব্র এদের গতি। যদিও সেভাবে খুব একটা দেখা মেলে না তুষার চিতাদের (Snow Leopard)। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ্যে আসলেই তা মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল (Viral Video)। সম্প্রতিও ঘটেছে ঠিক তেমনটাই। এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে তুলে ধরেছেন তুষার চিতার অসাধারণ একটি ভিডিও। যা দেখে চোখের পলক পড়ছে না নেটপাড়ার বাসিন্দাদের। এই দৃশ্য যে অবিশ্বাস্য তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন সকলেই।

সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসে পশু পাখিদের নানান ভিডিও। এই ভিডিও গুলি কখনো আমাদের মন ভালো করে দেয় তো কখনো আবার বেশ কিছু ভিডিও দেখে নেটপাড়ার বাসিন্দাদের উড়ে যায় রাতের ঘুম। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি দেখেও চোখ কপালে উঠেছে সাধারণের।

অনেকেই হয়তো জানেন যে, তুষার চিতা যেমন দৌড়াতে পারে ঠিক তেমনই সে ভয়ঙ্কর শিকারিও বটে। তবে এভাবে শিকারকে পাহাড়চূড়া থেকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে এসে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়। এই ঘটনা হয়ত এর আগে কখনই দেখেননি নেটিজেনরা। তবে এবার সেই ভিডিওই হল ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by Nature Clips (@natureinclips)

ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের উঁচু থেকে নেমে আসার সময় তীব্র গতিতে একবার একটি খাঁচে বেশ জোরে ধাক্কা খেয়েছে তুষার চিতা। প্রাণ বাঁচাতে প্রবল বেগে ছুটছিল সামনের প্রাণীটিও। কিন্তু হল না শেষ সুরক্ষা। শিকারকে ঠিক ধরাশায়ী করে ফেলল ওই তুষার চিতাটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। ক্রমশই বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা।