×
VideoViral Video

অদ্ভুত কান্ড! জুতো চুরি করে পালাল সাপ, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

অবশেষে যে এই ধরণের চুরি দেখতে হবে সবাইকে সেটা কেউ ভাবেনি। সোশ্যাল মিডিয়াতে যে আর কিছু দেখার বাকি থাকলো না কয়েক সেকেন্ডের এই ভিডিওই তার প্রমাণ। শেষে কিনা সাপ চুরি করে পালানোর মুহূর্ত ক্যামেরার সামনে ধরা পড়লো। দুর্দান্ত এই মুহূর্ত দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শকরা। এমনিতেই সাপের ভয়ানক ভিডিও সর্বদা ছয়লাপ থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এবারের ভিডিওটি সবার থেকে আলাদা।

অদ্ভুত কান্ড! জুতো চুরি করে পালাল সাপ, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের -

একটি সাপের চুরি করার মুহূর্ত দেখে হেসে পেটে খিল ধরেছে দর্শকদের। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একটা সাপ লোকালয়ে এসেছে হয়তো শিকারের খোঁজে। একটি বাড়ির সামনে থেকে সে শিকার না পেলেও মহিলাদের চটি খুঁজে পেয়েছে। না বুঝে  সেই গোলাপি রঙের চটি নিজের মুখে তুলে এদিক ওদিক দেখে কার্যত খুব দ্রুত পালিয়েছে।

অদ্ভুত কান্ড! জুতো চুরি করে পালাল সাপ, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের -

তার পালানোর মধ্যে সত্যি একটা মজা লুকিয়ে আছে। কারণ সাপ জুতো নিয়ে পালাবে এমন ব্যাপার হয়তো স্বপ্নেও ভাবাও যায় না। ‘animalsinthenaturetoday’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। যা বর্তমানে দেড় লক্ষের কাছাকাছি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই লাইক ও কমেন্ট এসেছে প্রচুর।

একজন যেমন লিখেছে -‘সাপটি গোলাপি জুতো নিয়ে পালাচ্ছে মনে হচ্ছে ইনিও মহিলা’। দ্বিতীয়জন যেমন লিখেছে -‘বহু ধরণের চোর দেখেছি এমন ধরণের চপ্পল চোর আগে দেখিনি’। আবার বহু মানুষ শুধু হাসির ইমোজি কমেন্ট করেছেন সাপের কর্মকান্ড দেখে। সত্যি ভিডিওটি দেখলে না হেসে থাকা যাবে না। ভিডিওটা দেখুন আর কেমন লাগলো তা কমেন্ট করে জানান।