×
Viral Video

ঘুমন্ত অবস্থায় যুবকের জামার ভিতরে ঢুকে পড়েছে বিষধর সাপ! তারপর যা হল… তুমুল ভাইরাল ভিডিও

কি সাংঘাতিক কান্ড ভাবুন তো! ঘুমের মধ্যে একটি ছেলের জামার মধ্যে ঢুকে গেছে সাপ। শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেলেন। সাপ দেখলেই যাদের ভয় লাগে কিংবা পালাতে হয় সেখানে এমন একটা দৃশ্য ভাবলেও লোম খাড়া হয়ে যাবে। আসলে সোশ্যাল মিডিয়া যে আমাদের এই যুগ অনেকটাই বদলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এবার এমন এক ভিডিও সামনে আসলো যা না দেখলে বিশ্বাস করা মুশকিল।

ঘুমন্ত অবস্থায় যুবকের জামার ভিতরে ঢুকে পড়েছে বিষধর সাপ! তারপর যা হল... তুমুল ভাইরাল ভিডিও -

‘সুজয় স্নেক সেভার’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। সেখানেই দেখা যাচ্ছে সুজয় একটি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এক যুবক ঘরের মধ্যে শুয়ে আছে ও ঘুমের মধ্যেই অজান্তেই এক সাপ তার জামার মধ্যে ঢুকে গেছে। ছেলেটি কার্যত নড়তে পারছে না। আগে সুজয় সেই সাপটিকে দেখে ও জানায় খুব বড়ো ও ভয়ঙ্কর সাপ নয়।

ঘুমন্ত অবস্থায় যুবকের জামার ভিতরে ঢুকে পড়েছে বিষধর সাপ! তারপর যা হল... তুমুল ভাইরাল ভিডিও -

আদতে এই সাপের নাম ‘ক্যাট স্নেক’। টিকটিকি কিংবা পোকামাকড় খায় এই সাপ আর যে কারণেই ঘরের মধ্যে কোনোভাবে ঢুকে গেছে। সুজয় খুব ধীরে জামার মধ্যে থেকে সেই সাপটিকে উদ্ধার করলেন। সাথে সাথেই সেই যুবক যেন আবারো প্রাণ ফিরে পেলো বলা চলে। সুজয় বলেছেন অনেক সময় সুযোগ বুঝে এই সাপ নাকি কামড় দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি হাসপাতালে যেতে হবে।

১ বছর আগে আপলোড করা এই ভিডিওতে ইতিমধ্যে ৯১ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই লাইক ও কমেন্টের বন্যা যে হবেই তা বলার অপেক্ষা রাখে না। সবাই সেই বাচ্চা ছেলেটিকে ‘সাহসী’ বলেছে। যেভাবে সে সাপ উদ্ধার আগে পর্যন্ত চুপ করে শুয়ে ছিল তা সত্যি প্রশংসার দাবি রাখে। পাশাপাশি সুজয়েরও দারুণ প্রশংসা করেছেন সকলে। দেখুন এই দুর্দান্ত ভিডিও আর কেমন লাগলো তা অবশ্যই জনান।