VideoViral Video

বিশালাকার সাপের সাথে তুমুল লড়াই বানরের, তারপর যা হল… ভাইরাল ভিডিও

Advertisement

বাঁদর বনাম সাপের লড়াই। একজন বুদ্ধিমান ও ধুর্ত। অন্যজন বিষাক্ত ও হিংস্র। আর এই দুই অসম প্রাণীর লড়াই নিশ্চয়ই হবে লোম খাড়া করে দেওয়ার মতো। দুজনেই কিন্তু ভগবানের শিষ্য মানা যায়। বজরংবলী বা হনুমান যেমন আছেন ঠিক তেমনই মহাদেব শিবের বাহন হলেন সাপ (Snake)। তাহলে কেমন হবে এই দুই প্রাণীর লড়াই চলুন দেখে নেওয়া যাক।

বিশালাকার সাপের সাথে তুমুল লড়াই বানরের, তারপর যা হল... ভাইরাল ভিডিও

ভিডিও দেখে আপনার সত্যি খুব হাসি পাবে। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটি বাঁদর ঘুরছে। তারা নিজেদের ইচ্ছা মতো খেলায় মগ্ন আছে। কখনও মারপিট তো কখনও গাছের উপর ডিগবাজি খাচ্ছে। কিন্তু হঠাৎ সেই বাঁদরের (Monkey) মাঝে ঢুকে যায় একটি সাপ। সবুজ রঙের ডোরা কাঁটা এই সাপের জাত যদিও বোঝা যায়নি।

বিশালাকার সাপের সাথে তুমুল লড়াই বানরের, তারপর যা হল... ভাইরাল ভিডিও

সরু ও বেশ ছোট এই সাপ কিন্তু বাঁদরদের উপরে আক্রমণ করেনি। যে কারণে সরাসরি যে লড়াই হয়েছে তা বলা যাবে না। একসময় বাঁদররাও সেই সাপের থেকে দূরে চলে যায়। কিন্তু সাপটি কার্যত একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মজাদার এই ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

মাঙ্কি গ্রুপ‘ (Monkey Group) নামের চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। বছর দুয়েকের মধ্যেই ৫.১ লাখের বেশি ভিউজ ছারিয়ে গেছে। সাথেই ২ হাজারের বেশি লাইক ও কমেন্ট এসেছে। অনেকেই এই দুই প্রাণীর লড়াইয়ের কথা অস্বীকার করেছেন। যেমন একজন লিখেছেন -‘প্রথমবার এমন এক শান্ত সাপ দেখলাম’। দ্বিতীয়জন লিখেছেন -‘এটা কোনো লড়াই নয় যেন শুভ দৃষ্টি’। তবে আপনার কি মনে হয় এই দুটি প্রাণীর লড়াই না বন্ধুত্ব হয়েছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।