×
VideoViral Video

খাবার দিয়ে আকর্ষণ করে দুর্দান্ত কায়দায় বড় মাছ শিকার করল এই পাখি, তুমুল ভাইরাল ভিডিও

বনের মধ্যে বাঘেরা যেমন নিজেদের শিকার চুপ করে খুঁজে নেয় তেমনই কিন্তু কিছু পাখি আছে যারা শিকার করে এই কায়দাতেই। আসলে কিছু পাখি যারা মাছ খেতে খুব ভালোবাসে। ভারতে বছরের বিভিন্ন সময়ে বিদেশ থেকেও পাখিরা এসে ভিড় জমায়। আর আমাদের দেশীয় পাখি গুলি যেমন মাছরাঙ্গা, পানকৌড়ি, বিভিন্ন ধরনের বক সারাবছর এখানেই থাকে। আর তাদের মাছ ধরার কায়দা কার্যত দেখার মতো।

পুকুর, খাল, বিল থেকে মাছ ধরে নিজেদের খাবারের চাহিদা মেটায় তারা। সম্প্রতি তেমনই একটি ভিডিও এবার ইউটিউবের মধ্যে থেকে ভাইরাল (Viral) হয়েছে। বেশ কয়েকটি মাছ ধরা পাখি যা তাদের শিকার পদ্ধতি দেখলে মানুষও কার্যত মাছ ধরতে ভুলে যাবে। কিভাবে সরাসরি মাছেদের বোকা বানিয়ে তারা নিজেদের লম্বা ঠোঁটের সাহায্যে জলের মধ্যে থেকে মাছ তুলে নিয়ে আসছে দেখুন।

খাবার দিয়ে আকর্ষণ করে দুর্দান্ত কায়দায় বড় মাছ শিকার করল এই পাখি, তুমুল ভাইরাল ভিডিও -

প্রথমে ছোট একটি হেরণ পাখি যার ঠোঁট বড়ো সে জলাশয়ের পাশে দাঁড়িয়ে নিজের মুখের সাহায্যের অল্প অল্প করে রুটি দিয়ে মাছেদের আকর্ষণ করছে। আর তারপরেই সেই মাছদের শিকার করছে খুব সহজ ভাবে।

খাবার দিয়ে আকর্ষণ করে দুর্দান্ত কায়দায় বড় মাছ শিকার করল এই পাখি, তুমুল ভাইরাল ভিডিও -

আবার কালো রঙের একটি বড়ো পাখি অনেকটা বকের মতো দেখতে তার সুবিশাল লম্বা ঠোঁট ও আছে। সে মুহূর্তের মধ্যেই জলের মধ্যে থেকে মাছ ধরে নিলো। সেই মাছ সম্পূর্ণ গিলে খেতেও দেখা গেছে পাখিটিকে।

খাবার দিয়ে আকর্ষণ করে দুর্দান্ত কায়দায় বড় মাছ শিকার করল এই পাখি, তুমুল ভাইরাল ভিডিও -

আবার একটি বড় সাদা পাখি জলের পাশে খানিক সময় চুপ করে বসে থাকে। যেই মাছের সন্ধান পায় নিজের ঠোঁট জলের মধ্যে ঢুকিয়ে সাথে সাথেই তুলে নিয়ে আসে মাছ। এই ধরণের মাছের শিকার দেখলে মানুষেরাও কার্যত তাদের বুদ্ধির কাছে হেরে যাবে।

‘গোল্ড মুন’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল ২ বছর আগে। এখনও পর্যন্ত ৮৫ লক্ষ মানুষ দেখে নিয়েছেন দুর্দান্ত সুন্দর এই ভিডিও। হাজার হাজার লাইক ও কমেন্ট করেছেন অনেক মানুষ। অনেক মানুষ যারা মাছ ধরতে ভালোবাসেন তারা জানিয়েছেন মানুষের থেকেও বেশি সুন্দরভাবে তারা মাছ শিকার করছে। শুধু তাই নয় আপনি মাছ প্রেমী হলে অতি অবশ্যই এই ভিডিওটি নিজে চোখে চাক্ষুস করুন ভালোলাগতে বাধ্য।