×
VideoViral Video

ছোট ছেলের সঙ্গে হুবহু মানুষের মতো কথা বলে তাক লাগালো শালিক পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

মানুষের মতো কথা বলে তাক লাগালো শালিক পাখি, তাজ্জব নেটদুনিয়া

শালিক পাখি মানুষের মত করে কথা বলে আগে কখনও দেখেছেন? এর আগে আমরা অনেকবার টিয়া, কাকাতুয়া, ময়না কে দেখেছি কথা বলতে। তবে শালিক পাখি যে মানুষের মতো করে কথা বলতে পারে তা সত্যি জানা ছিল না কারোরই। যে ভিডিও সম্প্রতি হয়ে উঠেছে তুমুল ভাইরাল (Viral) সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে ও শালিক পাখির কিছু কথোপকথন। কার্যত এই ভিডিও এখন ইন্টারনেটের মাধ্যমে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে।

ছোট ছেলের সঙ্গে হুবহু মানুষের মতো কথা বলে তাক লাগালো শালিক পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

ঘরের মধ্যে একটি বাচ্চা ছেলে বসে আছে আর তার সামনে ঝুড়িতে বসে আছে একটি ছোট্ট শালিক পাখি। সেই ছেলেটির বলা কথা নকল করেই পাখিটি কথা বলেছে। ‘বাবা’, ‘আম্মা’ এই ধরণের শব্দ সে অহরহ বলে চলেছে। শুধু তাই নয় একদম না থেমে কার্যত এক নাগাড়ে সে বেশ কয়েকবার বলছে এই শব্দ।

ছোট ছেলের সঙ্গে হুবহু মানুষের মতো কথা বলে তাক লাগালো শালিক পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও -

পাখির গলায় এই শব্দ শুনে রীতিমতো অবাক হয়ে গেছে নেটিজেরা। সবাই জানতে খুব আগ্রহী এই শব্দ কিভাবে শিখলো শালিক পাখি। ‘মরুনি পাখি’ নামের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি ৭ মাস আগে আপলোড করা হয়েছিল।

এখনও পর্যন্ত ১৩ লাখ ভিউজ ছাড়িয়ে গেছে। তার সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে পাখিটির উদ্দেশ্যে। খুব উচ্চসিত নেটিজেনরা এমন একটা নতুনত্ব ব্যাপার দেখতে পেয়ে। যেমন অনেকেই বলেছেন -‘অবিশ্বাস্য ব্যাপার’। তাই আপনি এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।