Viral VideoTrending

অবিকল মানুষের মতো ‘হরে কৃষ্ণ’ গেয়ে তাক লাগালো শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement

শালিক পাখি গাইছে ‛হরেকৃষ্ণ হরিবোল’! মুহূর্তে ভাইরাল ভিডিও। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। ভালো-মন্দ সবকিছুই উঠে আসে এই মাধ্যম দিয়ে। মানুষের নানান কীর্তি কলাপ ভাইরাল হয় এখানে। তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও ভাইরাল হয়। যা দেখে অবাক হতে হবে আপনাকেও।

অবিকল মানুষের মতো ‘হরে কৃষ্ণ' গেয়ে তাক লাগালো শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

মানুষের গলায় গান তো হামেশাই আমরা শুনে থাকি। কিন্তু শালিক পাখির গলায় গান শুনেছেন কি? ও থুড়ি গান নয় বলুন কৃষ্ণনাম। এখনকার মানুষ নিজেদের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত যে কৃষ্ণনাম তো দূর ঠাকুরকে প্রণাম করতেও তারা ভুলে যান। তবে, সবসময় মাথায় রাখতে হবে যে, নিজের পরিশ্রমের পাশাপাশি ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কাজে সফল হওয়া যায়না। আর তাই সারাদিনে একবার হলেও ঠাকুরকে স্মরণ করা উচিত।

অবিকল মানুষের মতো ‘হরে কৃষ্ণ' গেয়ে তাক লাগালো শালিক পাখি, তুমুল ভাইরাল ভিডিও

আর এবার এক শালিক পাখিকে দেখা গেল তার সুরেলা কণ্ঠে ঠাকুরের নাম করতে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, শালিক পাখি নিজের মনে ‛হরেকৃষ্ণ হরিবোল’ বলছে। পাশ থেকে একজন লোক যতবার হরেকৃষ্ণ বলছে শালিক পাখিটিও ততবার সেই কথা বলছে। এর আগেও ময়না, চন্দনা, টিয়া সহ বিভিন্ন ধরণের পাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়েছে।

তবে, শালিকের মুখে ঠাকুরের নাম এই যেন প্রথম। ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই নিমেষে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এমনকি যেসব মানুষ কৃষ্ণপ্রেমী তাদের চোখে জলও এনেছে এই ভিডিও। ভাবতেই অবাক লাগে যে, কিভাবে একটি পাখি কৃষ্ণ নামে নিজেকে সপে দিয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে শালিক পাখির এই কৃষ্ণ নামের এই ভিডিও।