ক্যামেরায় ধরা পড়লো বিরল প্রজাতির দুই মুখ বিশিষ্ট গরু, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

অবিশ্বাস্য কান্ড দেখতেই মানুষ অভস্থ এখন বলা যায়। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অবিশ্বাস্য ও বিরল কান্ড দেখা যায় তা সবারই জানা। না দেখা এমন ঘটনা আমাদের সামনে উঠে আসে যার ফলে সাধারণ মানুষ পুরো চমকে যায়। সম্প্রতি এমনই এক বিস্ময়কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।
ঘটনাটি আমাদের দেশ নয়। বরং কয়েক হাজার কিমি দূরের দেশ অস্ট্রেলিয়ার (Australia)। যেখানে সম্প্রতি দেখা গেছে একটি গরুর (Cow) দুটি মুখ। হ্যাঁ আমরা অনেক সময় ছাগলের (Goat) ৮ টি পা, বাছুরের ৩ টি মাথা এমন অবাস্তব ও বিরল ঘটনার সাক্ষী থেকেছি। তবে এবার সামনে আসলো একটি গরুর দুটি মাথা। কার্যত সেটি শরীরের একটি অংশের সাথেই যুক্ত আছে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার নর্দার্ন কুইন্সল্যান্ডের মারিবাতে একটি গবাদি পশুর খামার থেকে এই বিশেষ গরুটি উদ্ধার হয়। গবাদি পশু ব্যবসায়ী মার্ক পিটার (Mark Piter) একটি দুই মুখের গরু আবিষ্কার করলেন। আশ্চর্যের বিষয় গরুটি একেবারেই সুস্থ রয়েছে তার দুটি মুখ নিয়ে। কোনোরকম সমস্যা হচ্ছে না তার বেঁচে থাকতে। ইতিমধ্যেই ইউটিউবের (Youtube) মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র।
জানা গিয়েছে যে, গরুটির ওজন ৪৪০ কেজি। যার দাম প্রায় ৫৩৭ অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা মতো। তবে খুব শীঘ্রই এই গরু কসাই খানায় বিক্রি হয়ে যাবে। তাই বেশিদিন তার জীবন আর নেই বললেই চলে। অবিশ্বাস্য ঘটনাকে ঈশ্বরের মাহাত্ম্য বলেও তুলনা করেছেন নেটিজেনরা। আপনার কি মনে হয় এই ঘটনা দেখে জানাতে ভুলবেন না।