×
Viral Video

জনপ্রিয় হারিয়ানভি গানে মঞ্চের উপর দুর্দান্ত নাচ অভিনেত্রী স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে হারিয়ানভি শিল্পীদের জনপ্রিয়তা তুঙ্গে বলা চলে। স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) তার নাচ ও প্রতিভার মাধ্যমে সম্পূর্ণ দেশে হারিয়ানভি শিল্প ছড়িয়ে দিয়েছে। এখন যদিও বিভিন্ন নৃত্য শিল্পী নাম করেছে দেশ থেকে বিদেশে। স্বপ্না শুধু নাচ নয় অভিনয় ও করেছেন বলিউড সিনেমা ও বিভিন্ন মিউজিক ভিডিওতে। ইনস্টাগ্রামেও তার প্রচুর ফ্যান ফলোইং আছে। স্বপ্নার নাচ দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।

জনপ্রিয় হারিয়ানভি গানে মঞ্চের উপর দুর্দান্ত নাচ অভিনেত্রী স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও -

সম্প্রতি তার নাচই ভাইরাল (Viral) হয়েছে এবার ইউটিউবের পর্দা থেকে। একটি ওপেন স্টেজ শোতে শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ ব্যাপক লেগেছে নেটিজেনদের। ভিডিওতে স্বপ্না চৌধুরী ‘মেরা কে নাপেগা ভার্তার দেখান’ গানে নাচ করছেন। পরনে তার হলুদ রঙের প্রিন্টেড সিনথেটিক সালোয়ার কামিজ। গান শুরু হবার সাথে সাথেই স্বপ্না নাচতে শুরু করেন। তবে নাচের থেকে কিন্তু বিতর্ক শুরু হয়েছে বেশি।

জনপ্রিয় হারিয়ানভি গানে মঞ্চের উপর দুর্দান্ত নাচ অভিনেত্রী স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও -

নাচের মাধ্যমেই তাঁর যৌবন সুস্পষ্ট বোঝা যাচ্ছে। শরীরের প্রতিটা চাহুনি দর্শকদের মনে আগুন ধরাতে বাধ্য। দর্শকরা তার নাচ দেখে হা করে তাকিয়ে থেকেছেন শুধু। যদিও স্বপ্না স্টেজের উপরে থাকা মানেই জবরদস্ত হিট তবুও পুরোনো এই ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা। হালকা মেকআপ, খোলা চুল ও দুর্দান্ত শরীরী হিল্লোল তোলা নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে স্বপ্না।

৩ বছর আগে ‘Trimurti Cassettes’ ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৫.১ কোটি মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই লক্ষ লক্ষ লাইক ও কমেন্ট এসেছে স্বপ্না চৌধুরীর উদ্দেশ্যে। তবে বেশিরভাগ মানুষ এর জন্য কমেন্ট করেছেন তাঁকে। কেউ বলেছেন -‘খুব সুন্দর’ তো কারোর বক্তব্য -‘জাস্ট ফাটাফাটি’। এখন এই ধরণের নাচ স্বপ্না চৌধুরী না করলেও বিভিন্ন পুরোনো ভিডিওর সূত্র ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।