VideoViral Video

Ghunghat Ka Fatkara : মঞ্চের উপর শরীর দুলিয়ে উদ্দাম নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

Sapna Choudhary's Dance : মঞ্চের উপর শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

মঞ্চে স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) মানেই অডিয়েন্স সিট থেকে ভেসে আসবে মুহুর্মুহু হাততালি। তাঁকে একবার সামনে থেকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন ভক্তরা। তিনি হরিয়ানার দেশি কুইন। অভিনয় দুনিয়ার পাশাপাশি নিজেকে একজন সেরা নৃত্যশিল্পী হিসেবে দর্শকদের সামনে তুলে ধরেছেন জনপ্রিয় এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ফুটে ওঠে তাঁর নাচের নানান ভিডিও। মুহূর্তের মধ্যেই সেগুলি হয়ে যায় ভাইরাল। এবারেও হলো না তার অন্যথা।

সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় স্বপ্না চৌধুরী। মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের নানান ছবি কিংবা ভিডিও তিনি তুলে ধরেন ভক্তদের উদ্দেশ্যে। তাঁর অনুরাগীর সংখ্যা যে নেহাত কম নয় তা বোঝা যায় অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই। এমনকি তাঁকে একবার মঞ্চে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারেন অনুরাগীরা। তাঁর অসাধারণ শরীরী ভঙ্গিমায় মুগ্ধ হয়ে যান হাজার হাজার ভক্ত। সম্প্রতি ‘Ghunghat Ka Fatkara‘ গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তুলেছেন ঝড়।

Song : Ghunghat Ka Fatkara

Cast : Sapna Choudhary

Singer : Masoom Sharma, Sheenam Katholic

Story : ভাইরাল এই ভিডিওতে গোলাপি রঙের কামিজ এবং নীল রঙের সালোয়ারে ধরা দিলেন হরিয়ানার দেশি কুইন স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। খোপা করে বেঁধেছিলেন চুল। তাঁর অসাধারণ শরীরী হিল্লোল মুগ্ধ করে দিল দর্শকদের। উঠে দাঁড়িয়ে অনেকেই উপভোগ করলেন প্রিয় অভিনেত্রীর নাচ।

YouTube Channel : ‘Tashan Haryanvi’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিও।

Views : 3 মাসের পুরোনো এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন 1 লাখ 15 হাজার 898 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 632 জনের।