মঞ্চের উপর ‘Teri Aakhya Ka Yo Kajal’ গানে উদ্দাম নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, ব্যাপক ভাইরাল ভিডিও
মঞ্চের উপর শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, রইল ভিডিও

স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) মানেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। বর্তমান প্রজন্মের কাছে যথেষ্ট জনপ্রিয় হরিয়ানার দেশি কুইন। তাঁর পরিচয় হয়তো নতুন করে আর করিয়ে দিতে হবে না। বরাবরের মতোই এবারেও ভাইরাল তাঁর অসাধারণ নাচের ভিডিও। ‘Teri Aakhya Ka Yo Kajal‘ গানে মঞ্চ মাতালেন জনপ্রিয় এই নৃত্যশিল্পী তথা ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। অভিনেত্রীর নাচ দেখে মুগ্ধ নেটপাড়া।
সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে নিত্যদিন দেখা যায় স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) নাচের ভিডিও। তাঁর অসাধারণ শরীরী হিল্লোল রীতিমতো মুগ্ধ করে ভক্তদের। অভিনয় জগতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভীষণ সক্রিয় এই নায়িকা। ভক্তদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তিনি তুলে ধরেন এই প্ল্যাটফর্মে। আবার ভক্তদের দৌলোতে মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে অভিনেত্রীর নাচের ভিডিও। এবারেও ঘটেছে ঠিক তেমনটাই।
- Song : Teri Aakhya Ka Yo Kajal
- Cast : স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary)
- Story : খোলা মঞ্চেই অসাধারণ নৃত্য করতে দেখা গেল জনপ্রিয় ভোজপুরি নায়িকা স্বপ্না চৌধুরীকে। তাঁর পরনে ছিল নীল রঙের সালোয়ার কামিজ। প্রত্যেকবারের মতোই এবারও টেনে বাঁধা চুল। শরীরে অঙ্গ ভঙ্গিমায় দর্শকদের মন জিতে নিলেন তিনি।
- YouTube Channel : ‘Sapna Entertainment’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিও।
- Views : 2 মাস আগের পুরনো সেই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন 35 লাখ 21 হাজার 148 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিও পছন্দ হয়েছে 14 হাজার মানুষের।