VideoViral Video

হলুদ পোশাকে মঞ্চের উপর দুর্দান্ত শরীরী মোচড়ে অসাধারণ নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের

Sapna Choudhary's Dance : মঞ্চের উপর শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ হট বম্ব স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) জনপ্রিয়তা কারোর কাছেই অজানা না। খোলা মঞ্চে তিনি থাকলেই অডিয়েন্স সিট থেকে ভেসে আসে হাত তালির ধ্বনি। তাঁর উপর ক্রাশ খায় হাজার হাজার পুরুষ। তিনি জনপ্রিয় নৃত্যশিল্পীর পাশাপাশি অভিনয় জগতেও তৈরি করে ফেলেছেন নিজের পরিচয়। সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয় এই অভিনেত্রী। প্রায়দিনই নিজের একাধিক ভিডিও এবং ছবি তিনি তুলে ধরেন সামাজিক মাধ্যমে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলোতে প্রকাশ্যে এসেছে এই অভিনেত্রীর দুর্দান্ত এক নাচের ভিডিও। তাঁর পরনে ছিল হলুদ রঙের পোশাক। যেকোনো রংয়ের পোশাকে বেশ মানিয়ে যায় এই নায়িকাকে। খুব সহজেই তাঁকে মন দিয়ে বসেন হাজার হাজার পুরুষ। স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে ঠিক কতটা জনপ্রিয় তিনি। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। বলা বাহুল্য, নিজের রূপ গুণে সকলকে মুগ্ধ করে রেখেছেন তিনি।

Trimurti Cassettes‘ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিও। খোলা মঞ্চেই নাচতে দেখা যাচ্ছে জনপ্রিয় এই নায়িকাকে। প্রিয় অভিনেত্রীর নাচ থেকে রীতিমত ঘায়েল হয়ে গেছেন হাজার হাজার ভক্ত। অডিয়েন্স সিট থেকে ভেসে আসছে মুহুর্মুহু হাত তালি। বলা ভালো, তাঁর শরীরী হিল্লোল ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।

4 বছরের পুরনো এই ভিডিও আজও সমান ভাবে জনপ্রিয়তা পাচ্ছে Youtube এ। স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) অসাধারণ নাচের এই ভিডিও দেখে ফেলেছেন 18 কোটি মানুষ। পছন্দ করেছেন 7.6 লাখ মানুষ। কমেন্ট বক্সে বইছে ভক্তদের কমেন্টের বন্যা। সব শেষে বলাই যায়, এই ভিডিওর কারণেই বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) নাম।