Sapna Choudhary Dance : মঞ্চের উপর শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ হটেস্ট স্বপ্না চৌধুরীর, ভাইরাল ভিডিও
Sapna Choudhary's Dance : মঞ্চের উপর শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, দেখে নিন ভিডিও

স্বপ্না চৌধুরী, এই নামটা শুনলেই আহ্লাদে আধখানা হয়ে ওঠে নেটপাড়া। তাঁর পরিচয় নিশ্চয়ই নতুন করে আর করিয়ে দিতে হবে না। তিনি হরিয়ানার দেশি কুইন। বরাবরের মতোই এবারও ভাইরাল তাঁর নাচের ভিডিও। ‘Madkan Aali Jutti‘ গানে নেচে মঞ্চ মাতালেন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা ভোজপুরি ইন্ডাস্ট্রির নায়িকা স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। অভিনেত্রীর নাচ দেখে মুগ্ধ ভক্তরা।
সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) অসাধারণ নাচের দৃশ্য। তাঁর শরীরী হিল্লোল রীতিমতো মুগ্ধ করে ভক্তদের। তাঁকে একটিবার সামনে থেকে দেখার জন্য হাজার হাজার টাকাও খরচ করতে পারেন ভক্তরা। আর সে কারণেই সামাজিক মাধ্যমে এই নায়িকার কোনো নাচের ভিডিও প্রকাশ্যে আসলেই তা মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল। এবারও মিলল সেই প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল স্বপ্নার ডান্স পারফরম্যান্সের ভিডিও।
- Song: ‘Madkan Aali Jutti’
- Cast: স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)
- Story: খোলা মঞ্চেই অসাধারণ নৃত্য করতে দেখা গেল জনপ্রিয় ভোজপুরি নায়িকা স্বপ্না চৌধুরীকে। তাঁর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার কামিজ। বরাবরের মতোই এবারও টেনে বাঁধা চুল। নিজের শরীরী হিল্লোলে মঞ্চ মাতালেন তিনি। দর্শক আসন থেকে উঠে এলো হাততালির ঝড়।
- YouTube Channel: ‘Sapna Entertainment’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরা হয়েছে এই ভিডিও।
- Views: মাত্র কিছু ঘন্টার মধ্যেই 3 হাজার 99 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিও পছন্দ হয়েছে 76 জনের।
সবশেষে বলা যায়, জনপ্রিয় এই নায়িকার নতুন ভিডিও রীতিমত ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে।