জনপ্রিয় হরিয়ানভী গানে মঞ্চের উপর উদ্দাম নাচ হটবম্ব স্বপ্না চৌধুরীর, তুমুল ভাইরাল ভিডিও

হরিয়ানভী শিল্পী স্বপ্না চৌধুরী (Sapna Choudhury) আবার ভাইরাল (Viral) হলেন তার নাচের জন্য। স্বপ্না বহুদিন ধরেই দেশের মানুষের নজরে থাকেন। হরিয়ানভী নৃত্য শিল্পী হিসাবে কার্যত ব্যাপক জায়গা করে নিয়েছেন তিনি। সময় যত বদলেছে শুধু স্টেজের উপরে উদ্দাম নাচ নয় বিভিন্ন আলাদা সোশ্যাল মাধ্যমেও (Social Media) পরিচিতি বেড়েছে। অভিনয়েও তাঁকে দেখা গেছে বহুবার। কিন্তু দর্শকরা তার এমন উদ্দাম নাচ দেখতেই বেশি পছন্দ করেন তা বলার মতো নয়।
সম্প্রতি জনপ্রিয় একটি হরিয়ানভী গানে এবার তার নাচই ভাইরাল (Viral) হয়েছে ইউটিউবের মাধ্যমে। ভিডিওর শুরুতে স্বপ্নাকে দেখা যাচ্ছে ব্যাপক লাফাতে। কার্যত শরীর সহ সব অঙ্গপ্রত্যঙ্গ লাফাচ্ছিলো তার। চোখ ভরে পুরুষেরা কার্যত উপভোগ করেছিল। জনপ্রিয় হরিয়ানভী ‘চাটক মাটক’ (Chatak Matak) গানে জবরদস্ত নাচ করতে দেখা গেছে অভিনেত্রীকে।
পরনে তার সবুজ ও গোল্ডেন রঙের সালোয়ার কামিজ। ওপেন স্টেজ শোর মধ্যে শুরুতেই যে শরীরী হিল্লোল তোলা নাচ দেখিয়েছেন তা ভোলার নয়। স্বপ্নার নাচ দেখে কারেন্ট দৌড়াবে আপনার শরীরে। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। সাথেই বাঁধা চুল, দুর্দান্ত মেকআপ, লিপস্টিক ও শরীরের উষ্ণতায় পূর্ণ চাহুনিতে নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে নিমেষেই।
তার এক্সপ্রেশন কিন্তু পুরুষদের মন গলাতে বাধ্য। ৯ মাস আগে ‘Sapna Entertainment‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৪৪ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে স্বপ্না চৌধুরীর উদ্দেশ্যে। ইউটিউবের মাধ্যমে আপনি আরও ভিডিও দেখতে পাবেন স্বপ্নার যা মন ভরিয়ে তুলবে। তবে এই ভিডিওর সূত্র ধরেই স্বপ্না এখন ছেয়ে আছেন নেট নাগরিকদের মাঝে।