মুহূর্তের মধ্যেই আস্ত একটি সাপকে গিলে খেল বিশালাকার র্যাটেল স্নেক, রাতারাতি ভাইরাল ভিডিও

সাপেদের বিভিন্ন সময়ের মারপিট করার মুহুর্ত নিশ্চয়ই দেখেছেন। আবার একটি সাপ অন্য আরেকটি সাপকে গিলে খাচ্ছে এই ছবিও দেখা গেছে। এই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখলে হয়তো হৃদপিন্ড বন্ধ হয়ে যাওয়ার সামিল। তবে সোশ্যাল মিডিয়া আছে যখন অজানা জিনিস যে প্রতিনিয়ত দেখতে হবেই তা বলার অপেক্ষা রাখে না। দেখেছেন কোনোদিন? পাইথন হোক কিংবা ইন্ডিগো সাপ আবার কোবরা হোক কিংবা র্যাটেল স্নেক এসব কিছুর খাওয়ার জলজ্যান্ত ছয়টি ভিডিও একসাথে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেল বনের মধ্যে একটি পাইথন সাপ তার শিকার ধরেছে। যা সম্পূর্ণ গিলে গিলে খাচ্ছে সে। আবার এক ইন্ডিগো সাপ ছোট মাপের একটি সাপকে কামড়ে ধরেছে। সেই অবস্থাতেই ধীরে ধীরে গিলে খাচ্ছে সেই সাপ। একই ভিডিওর মধ্যে পর পর ছয়টি ভিডিও যেন মানুষের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট।
আসলে এই ধরণের ভয়ঙ্কর দৃশ্য আগে কোনোদিন দেখেনি সাধারণ মানুষ। তা বলে কিন্তু একটুও জনপ্রিয়তা কম হয়নি এই ভিডিওর। ‘টপ অ্যানিমেলস’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ১ বছর আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৪.২ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে।
হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে। যেমন সবাই বলেছেন প্রাকৃতিক দৃশ্য আবার তেমনই বলেছেন অত্যাধিক সুন্দর ও ভয়ঙ্কর। সাপ আবার সাপকেই খাচ্ছে এই দৃশ্য প্রচুর মানুষের কাছেই নতুন ধরণের অভিজ্ঞতা। তাই আপনিও দেখুন এই দৃশ্য আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।