‘উরফি হতে চাও?’, ট্রেন্ডিং গানে রিল বানিয়ে নেটবাসীদের প্রশ্নের মুখে রাশি সিনডে, ভাইরাল ভিডিও

‛তুমিও কি উরফি হতে চাও?’ ট্রেন্ডিং গানে রিল ভিডিও (Video) শেয়ার করতেই রাশি সিনডেকে (Rashi Shinde) প্রশ্ন নেটিজেনদের। বাদশার গাওয়া এই গানটি বেশ জনপ্রিয় নেটমাধ্যমে। বলা যায় বর্তমানে এই গানটি ট্রেন্ডিংয়ে চলছে। আর তাতে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই কোমর দোলাচ্ছেন। আর সেই তালিকায় এবার বাদ গেলনা রাশির নাম। কিন্তু এই রাশি কে জানেন কি?
সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে জনপ্রিয় একজন স্টার হয়ে উঠেছেন রাশি। বয়স তাঁর নেহাত কম হলেও গানের সঙ্গে সঙ্গে নাচ ও মুখের এক্সপ্রেশন দিয়ে রীতিমতো নজর কাড়ে সবার। তাঁর ফ্যান ফলোয়ার্স সংখ্যাও অনেক। এত কম বয়সে তাঁর নাচ ও এক্সপ্রেশন দেখে রীতিমতো মুগ্ধ সবাই। সম্প্রতি রাশি (Rashi Shinde) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও (Video)।
যেখানে তাকে ট্রেন্ডিং গানে রাস্তার মাঝেই লিপসিং করে গানের তালে এক্সপ্রেশন দিয়ে নাচতে দেখা যাচ্ছে। তাঁর পরণে রয়েছে কালো রঙের ওয়েস্টার্ন আউটফিট। খোলা চুলে বেশ দুস্টু-মিষ্টি একপ্রেশন দিয়ে অবলীলায় সে নেচে চলেছে। ভিডিও (Video) শেয়ার করে রাশি ক্যাপশনে লিখেছেন যে, ‛পরীক্ষা শেষ! আমি ট্রেন্ডিংয়ের সঙ্গে ফিরে এসেছি’ সঙ্গে কয়েকটি ইমোজিও দিয়েছেন।
তাঁর এই ভিডিও ভাইরাল (Viral) হতে খুব একটা সময় লাগেনি বৈকি। কখনও পার্টনার নিয়ে কখনও আবার একা ভিডিও (Video) করে তাক লাগান নেটিজেনদের। তাঁর অভিনয়, নাচ, এক্সপ্রেশন সবই জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি ৭ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। যারমধ্যে কেউ কেউ ভিডিওটি পছন্দ করেছেন। আবার কেউ করেননি।
View this post on Instagram
অনেকেই তো আবার তাকে উরফির (Urfi Javed) সঙ্গে তুলনা করছেন। লিখেছেন যে, ‛তুমিও কি উরফি হতে চাও’? আবার কেউ ফোড়ন কেটে লিখেছেন ‛জানিনা বেচারি পরীক্ষায় কি লিখে এসেছে’। কেউ আবার আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। সম্প্রতি রাশির (Rashi Shinde) শেয়ার করা এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।