ছোট প্যাকেট বড় ধামাকা! রাস্তার মাঝে হিন্দি গানে দুর্দান্ত এক্সপ্রেশনে নাচ সুন্দরী কিশোরীর, ভাইরাল ভিডিও

ছোট থেকেই এখন সেলেব্রেটি হয়ে ওঠে বেশ কিছু ছেলে-মেয়ে। তার মধ্যেই একজন হলেন মুম্বাইয়ের মাত্র ১৪ বছরের মেয়ে রাশি শিন্ডে (Rashi Shinde)। প্রথমে টিকটক ও পরে কার্যত ইনস্টাগ্রামে এই ক্ষুদে শিল্পী রাজ করছে। ২.৫ মিলিয়ন ফলোয়ার্স আছে রাশির ইনস্টাগ্রাম একাউন্টে। আর সেখান থেকেই আয়েদিন তাকে দেখতে পাওয়া যায় বিভিন্ন নাচের মুডে। এবারো তার ব্যাতিক্রম হয়নি।
খোলা পরিবেশে সাদা রঙের স্কার্ট ও কালো স্লীভলেস টপ পরে নাচ করেছে রাশি। নাচের থেকেও তার অল্প বয়সেও পরিণত বয়সের এক্সপ্রেশন আপনার নজর কেড়ে নিতে বাধ্য। খোলা চুল, হালকা মেকআপ ও শরীরের মোচড়ে এই ভিডিও রাশি করে তুলেছে আরও চমকপ্রদ। বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen) জড়িয়ে আছেন রাশি শিন্ডের এই ভিডিওর মাধ্যমে।
নিশ্চয়ই ভাবছেন সে কিভাবে এই ভিডিওতে আসলো। ‘ফিজা’ (Fiza) সিনেমার বিখ্যাত একটি গান ‘মেহবুব মেরে’ (Mehboob Mere)। যেখানে নাচ করে সবাইকে চমকে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেই গানেই এবার ছোট রাশি নাচ করেছে। ইতিমধ্যেই তার এই ভিডিও ১.২ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে।
View this post on Instagram
সাথেই এক লক্ষ কুড়ি হাজারের বেশি লাইক ও প্রচুর কমেন্ট এসেছে তার উদ্দেশ্যে। সুন্দর ও মজাদার কিন্তু কমেন্ট এসেছে রাশির উদ্দেশ্যে। কেউ যেমন লিখেছেন -‘পড়াশুনা কর সামনে পরীক্ষা আছে’। আবার তেমনই একজন লিখেছে -‘জাস্ট ফাটাফাটি তোমার ভিডিও থেকে চোখ ফেরানো যায় না।’ এই বয়সেই তাকে দেখে বোঝা যাচ্ছে বলিউডে নিজের জায়গা পাকা করবেই রাশি শিন্ডে।