×
Viral Video

সাধারণ বাঘের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে বিরল সাদা বাঘ, তুমুল ভাইরাল ভিডিও

মানুষই মানুষের পরম শত্রু বা মেয়েরাই যে মেয়েদের শত্রু এমন কথা নিশ্চয়ই শুনেছেন কখনও না কখনও। আসল কথা হলো স্বজাতির মধ্যেই শত্রু লুকিয়ে থাকে। সেই শত্রু নিজের স্বার্থ বুঝে সময় এলে সাপের মতো ঠিকই ছোবল মারে। স্বার্থে আঘাত লাগলেই দেখা যায় সেই বন্ধুরূপী শত্রুর আসল চেহারা। এমনকি বাঘে বাঘেও লাগে যুদ্ধ।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় একটি স্বজাতির যুদ্ধ ভাইরাল হয়েছে সম্প্রতি। ভাইরাল ভিডিওটিতে হলুদ রঙের এবং সাদা রঙের বাঘের মধ্যে যুদ্ধ হতেও দেখা গেছে। বাঘ হলো বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী।

ADVERTISEMENT

সিংহ, চিতাবাঘ ও জাগুয়ারের সঙ্গে প্যানথেরা গণের চারটি বিশালাকার সদস্যের মধ্যে এটি একটি। এটি ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। এক একটি পুরুষ বাঘ ৩ মিটার দৈর্ঘ্যের হয় এবং ওজন হয় ৩০০ কেজি। বাঘেরা অন্ধকারে পরিষ্কার দেখতে পায়।

এইবার সাদা বাঘের বর্ণনায় আসা যাক। সাদা বাঘ হল একধরনের বেঙ্গল টাইগার যার দেহের রং সাদা। এই ধরনের বাঘ ভারতের আসাম, বিহার এবং অন্যান্য কিছু রাজ্যে মাঝেমধ্যে দেখা যায়। সাদা বাঘ বা ধোলাই বাঘ বাংলার বাঘের একটি রঙ্গক রূপ। বাঘ ভারত ও বাংলাদেশের জাতীয় পশু। পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় একে দেখা যায়।

সম্প্রতি বাঘেদের লড়াইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। যেখানে সাদা বাঘের সাথেও হলুদ রঙের বাঘের যুদ্ধ লাগতে দেখা যায়।

ADVERTISEMENT

Related Articles