×
VideoViral Video

ধানক্ষেতের মধ্যে সাপের বিরল শঙ্খদৃশ্য, তুমুল ভাইরাল ভিডিও

খোলা আকাশের নিচে ভাইরাল (Viral) সাপের শঙ্খ লাগার বিরল দৃশ্য। শহরাঞ্চলে এসব দেখা যায়না বললেই চলে। এমনকি সাপের এই যৌন মিলন সম্পর্কে অনেকেই জানেন না। আর না জানার একটিমাত্র কারণ হল সাপ লোকের চোখের আড়ালে থাকতে পছন্দ করে। আর সেই কারণে অন্ধকার জায়গা তাদের বেশি পছন্দের। আর সেই কারণেই তাদের মিলন দৃশ্য কারোর নজরে আসে না। তবে, শহরের দিকে এইসব ঘটনা অনেকে না জানলেও গ্রাম গঞ্জে প্রায়ই দেখা যায় এইসব দৃশ্য।

ধানক্ষেতের মধ্যে সাপের বিরল শঙ্খদৃশ্য, তুমুল ভাইরাল ভিডিও -

শুধু তাই নয় সাপের এই যৌন মিলন দেখা অনেকেই শুভ বলে মনে করেন। আর তাইতো সেই সময় লাল গামছা পেতে দেন মানুষজন। এমনকি গামছা ছুড়েও দেন সাপের গায়ে। পরে সেটিকে বাড়িতে এনে ভক্তি সহকারে পুজোও করেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকলেই।

ধানক্ষেতের মধ্যে সাপের বিরল শঙ্খদৃশ্য, তুমুল ভাইরাল ভিডিও -

ভিডিওটিতে (Video) দেখা যাচ্ছে যে দুটি সাপ ধান ক্ষেতের মধ্যেই মেতেছে যৌন মিলনে। ‛ভিলেজ ওয়াইল্ড লাইফ’ নামের একটি ইউটিউব চ্যানেল (YouTube Channel) থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ইতিমধ্যেই ভিডিওটি ৯ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন।

এমনকি অনেকেই আবার লাইকও ঠুকেছেন। পাশাপাশি কমেন্টের বন্যায়ও ভরেছে কমেন্ট বক্স। কেউ ভিডিওগ্রাফারের সাহসের প্রশংসা করেছে। আবার কেউ ‛জয় মা মনসা’ বলেও কমেন্ট করেছেন। সম্প্রতি সাপের এই শঙ্খ লাগার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।