খোঁজ মিললো দুই মাথাওয়ালা বিরল প্রজাতির সাপের, তুমুল ভাইরাল ভিডিও

সাপ দেখলেই আমরা যেদিকে খুশি পালানোর চেষ্টা করে থাকি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় আমাদের সামনে সাপের ভিডিও চলে আসে। কিছু এমন ভিডিও থাকে যা হাড়হিম করে দেওয়ার সামিল। আবার অনেক ভিডিও দেখতে দেখতে আমরা বেশ ভালো বোধ করি। আসলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে এখন পৃথিবীর সব কিছু খুব সহজেই দেখা যায়। যে কারণে সাপ হোক কিংবা বাঘ কোনো কিছুকেই তোয়াক্কা করেন না নেটিজেনরা। কিন্তু এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল (Viral) হলো যা দেখে সবাই চমকে গেছে।
এক নয় বরং দুই মুখ বিশিষ্ট সাপের (Snake) দেখা পাওয়া গেছে। ভারতে নয় বরং সুদূর আমেরিকায় এই বিরল সাপের দেখা পাওয়া গেছে। নর্থ আমেরিকার কারোলিনার বাসিন্দা জেনি উইলসন। তার বাড়ির মধ্যে ঢুকে চুপ করে বসে ছিল এই সাপ। সেই মহিলার চোখে হঠাৎ পড়ে যায় সাপটি। যা দেখে তিনি কিন্তু সাপটিকে কোনো আঘাত করেনি বরং সঙ্গে সঙ্গে সে খবর দেয় তার জামাইকে।
কাটাওবা সায়েন্স সেন্টারের সাথে যোগাযোগ করা হয়। সেখান থেকে কিছু সময় পরেই লোক আসে। জেনি খুব ধীরে একটি জারের মধ্যে সেই সাপটিকে ভরে রেখে দেয়। এই কাজ করতে গিয়ে এক ফোঁটাও চোট লাগেনি। বরং সেই সময় ফটো ও ভিডিও অনেকটা দূর থেকেই করেছেন জেনি। কিন্তু এই বিশেষ ধরণের সাপটি কি?
পরে জানা যায় সাদা কালো দু মুখ বিশিষ্ট এই সাপটি ব্যাট স্নেক প্রজাতির। যা দেখতে ভয়ঙ্কর হলেও বিষধর হয় না। তবে জেনির আচরণে বেজায় খুশি কাটাওবা সায়েন্স সেন্টারের কর্তৃপক্ষ। ভয় পেয়ে কার্যত সাপেদের সবাই আক্রমণ করেন। তবে সে ক্ষেত্রে খুব সুন্দরভাবে ভয় না পেয়ে সাপটির কোনো ক্ষতি করেননি তা নিয়েই বলেছেন একাংশ। দেখুন এই বিরল সাপের ভিডিও আর জানান কেমন গা ছমছমে ব্যাপার মনে হচ্ছে আপনার।