Advertisement
Viral Video

হঠাৎই দেখা মিললো চার মাথাওয়ালা বিরল প্রজাতির সাপের, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

Advertisement
Advertisements

সোশ্যাল মিডিয়ার দৌলতে এক মাথাওয়ালা, দুই মাথাওয়ালা সাপের (Snake) কথা আমরা সকলেই শুনেছি। তবে এবার খোঁজ মিললো চার মাথাওয়ালা সাপের! তাজ্জব নেটিজেনরা। সাপের নাম শুনলে যে কেউই ভয় পায়। আর সেই সাপ যদি হয় কোনো বিষধর সাপ তাহলে তো কোনো কথাই নেই। আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। যার দ্বারা ভালো-মন্দ সবকিছুই উঠে আসে সকলের সম্মুখে।

হঠাৎই দেখা মিললো চার মাথাওয়ালা বিরল প্রজাতির সাপের, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

Advertisements

এমনকি মানুষজনও তাদের প্রতিভাকে এই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরেন। আর সেই প্রতিভা যদি হয় মনোমুগ্ধকর তাহলে আর তা ভাইরাল (Viral) হতে খুব একটা বেশি সময় লাগেনা। তবে, বর্তমানে শুধু মানুষেরই নয় পশুপাখিদেরও নানান ভিডিও (Video) ভাইরাল হয়। যা দেখে অবাক হতে হবে আপনাকেও। এক এবং দুই মাথাওয়ালা সাপের কথা আমরা সকলেই শুনেছি।

Advertisements

হঠাৎই দেখা মিললো চার মাথাওয়ালা বিরল প্রজাতির সাপের, দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর

কিন্তু চার মাথাওয়ালা সাপের (Snake) কথা কি শুনেছেন? আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই বলবো। যা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। এই চারমাথাওয়ালা সাপ কোয়াড্রিচিপেরা (Quadrichipera) বা পলিসেফালিক সাপ (Polycephalic Snake) নামে পরিচিত। বলা যায় যে, পৃথিবীর আকর্ষনীয় প্রাণীদের মধ্যে এটি একটি। এই প্রাণীটি তার সুন্দর চেহারা ও আচরণের জন্য বিখ্যাত। এই সাপটির শরীর সাধারণত লম্বা এবং সরু হয়। আর এর রং হয় সবুজ অথবা বাদামী।

কিন্তু এই সাপ কোথায় থাকে তা জানেন কি? দক্ষিণ আমেরিকার রেইনফরেস্টের একটি গাছের টপে এই চার মাথাওয়ালা সাপটি বসবাস করে। মূলত এদের আঁশগুলি মসৃন ও চকচকে হয়ে থাকে। এমনকি এটির একটি সুক্ষ লেজও আছে। তবে, জানেন কি এই সাপ কিন্তু বেশ বুদ্ধিমান হয়। আর তাদের চারটি মাথা থাকার কারণে এরা অনেক সুবিধা পায়। এছাড়াও তাদের আচরণ হয় খুবই আকর্ষণীয়। আগামীদিনে এই সাপ যে, সমাজের একটি অংশ হয়ে উঠবে তা বলা যায় বৈকি। সম্প্রতি এই চারমাথাওয়ালা সাপের (Snake) কথাই ভাইরাল (Viral) হয়েছে।