ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে নীল বর্ণের বিষধর সাপ! দেখে অবাক নেটবাসী, রাতারাতি ভাইরাল ভিডিও

নীল, সবুজ বা হলুদ রঙের সাপ দেখেছেন কোনোদিন? এমনিতে কালো কিংবা বাদামি রঙের সাপ আমরা এর আগে দেখেছি। তবে এবার কিন্তু তাঁর থেকে কয়েক ধাপ উপরে উঠে গিয়ে দেখা গেল নীল ভাইপার। বিরল ও অসম্ভব সুন্দর এই সাপগুলির একটি ভিডিও হয়েছে চরম ভাইরাল। সাধারণ মানুষ যে এখন সাপ দেখতে অনেকটাই আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না।
ভাইরাল হওয়া ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, নীল রঙের একটি ভাইপার সাপ (Blue Viper Snake) জিভ বের করে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। তবে যেমন সুন্দর ঠিক তেমনই কিন্তু বিষাক্ত এই সাপ। ছোট যে কোনো প্রাণীকে সরাসরি গিলে ফেলতে পারে। শুধু তাই নয় তাঁদের আক্রমণ করার ক্ষমতাও অনেক দ্রুত হয়।
শুধু নীল রং নয় ভিডিওর মধ্যেই সবুজ রঙের একটি সাপ দেখা গেল। হঠাৎ করেই একটি ইঁদুরকে জ্বলজ্যান্ত গিলে খেয়ে ফেললো সেই সাপ। যে ব্যক্তি ভিডিওটি বানিয়েছেন আসলে সে এই ধরণের সাপ পোষেন। একাধিক অন্য সাপ ও অনেকগুলি নীল ভাইপার দেখা গেছে ভিডিওর মধ্যে দিয়েই। প্রকৃতির এই ধরণের সৃষ্টিতে মুগ্ধ হয়ে উঠেছেন সকলে।
‘Chirswheeet’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে ২ বছর আগে। এখনও পর্যন্ত ১৩ লাখ মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। সাথেই প্রচুর মানুষ অবাক ও স্তভিত এমন ভিডিও দেখে। আপনারও যদি সাপ ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওটি দেখতেই হবে।