VideoViral Video

Dance Video : মঞ্চের উপর শরীর দুলিয়ে দুর্দান্ত নাচ সুন্দরী রচনা তিওয়ারির, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে নানা সময়ে নানারকম ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে ভেসে ওঠে একেকটা নিখুঁত ডান্সারদের অনন্য প্রতিভার ভিডিও। হয়তো তাঁরা কখনই তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পাননি। তাই সোশ্যাল মিডিয়াকে আগলে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এরকম ভাইরাল ভিডিও ভুরি ভুরি। যেখানে উঠে আসে ৮ থেকে ৮০ সকলের প্রতিভার নিদর্শন।

তাই এখানে সবাই কম বেশি নিজের প্রতিভা দেখাতে থাকে, যাদের মধ্যে কেউ কেউ ভাইরাল হয়ে যায় আবার কেউ কেউ ব্যর্থতার কাতারে ডুবে যায়। এই মুহূর্তে মার্কেট জমিয়ে রেখেছে একেকজন হরিয়ানভি নৃত্যশিল্পী। নর্তকী স্বপ্না চৌধুরীর হাত ধরে অনেক হরিয়ানভি নৃত্যশিল্পী এখন সোশ্যাল মিডিয়ায় তাঁদের রাজত্ব কায়েম করে রেখেছে। তাঁদের মধ্যে একজন রচনা তিওয়ারি (Rachna Tiwari)।

যিনি নিজের দুর্দান্ত নাচের শৈলী দিয়ে সবসময় নেটপাড়া মাতিয়ে রাখেন। তাঁর অসাধারণ প্রতিভার সাক্ষী হতে সবসময়ই ভক্তরা ভিড় জমায় তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। তিনি মুলত দেহাতি এবং অসাধারণ হরিয়ানভি নৃত্যের প্রতিভার জন্যে বিখ্যাত। তিনি স্টেজ পারফর্মের জন্যেই বিখ্যাত। তাঁর এই ধরনের ভিডিও গুলি নেটপাড়ার কাছে অমৃতের সমান। সম্প্রতি রচনার একটি নতুন ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। বিখ্যাত হরিয়ানভি গান “চোরি ধুয়াধার”র (Chhori Dhumadhar) সঙ্গে তিনি নাচলেন।

ভিডিওতে, তাঁকে সিলভার সিকুইন ব্যাকলেস ব্লাউজ এবং কমলা রঙের স্কার্টে দেখা গিয়েছে। চুলে বিনুনি বাঁধা অবস্থায় এই গানটির প্রতিটি বিটে বিটে অসম্ভব শরীরী হিল্লোল তুললেন তিনি। তাঁর শরীরের হিল্লোল, যৌন আবেদনভরা চাহনি, কোমরের ঠুমকা সবটাই নেটিজেনদের মনে ধরল। তবে এটি তাঁর একটি মিউজিক অ্যালবামের গান। যেখানে এখনও পর্যন্ত ৬৩৫ টি পছন্দের সংখ্যা সংগ্রহ হয়েছে।