×
Viral Video

একটি ভয়ঙ্কর সাপের সাথে তুমুল লড়াইয়ে মেতেছে খরগোশ, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

পৃথিবীতে হাজারও এমন ঘটনা আছে যা দেখলে বা শুনলে আমরা কখনও আনন্দ পাই আবার কখনও অবাক হয়ে যাই। তবে, এটি এমন একটি ভিডিও যা দেখেই রীতিমত চক্ষু চড়ক গাছ সবার।

সম্প্রতি কয়েকবছর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে সাপের সঙ্গে ৫ বন্য পশুর যুদ্ধ।

ADVERTISEMENT

১.সাপ ও খরগোশ:-
ভিডিওটির প্রথমেই দেখা যাচ্ছে যে একটি খরগোশ খাবরের জন্য বনে জঙ্গলে ঘাসে ঘাসে খাবার খুঁজছে। পাশাপশি এও দেখা যায় একটি সাপ তাঁর গতিতে এগিয়ে আসছে। আর তারপর হটাৎই দেখা যায়। খরগোশ সাপটিকে পেঁচিয়ে ধরেছে। কিন্তু সাপটি বারবারই তা ছাড়ানোর চেষ্টা করছে। অবশেষে সাপটি কোনো মতে খরগোশের থেকে রক্ষা পেয়ে পালিয়ে যায়।

২.সাপ ও বেজি:-
সাপ ও বেজির লড়াই যে দীর্ঘদিনের তা আর বলার অপেক্ষা রাখে। দুজনে যেন চিরকালের জন্য দুজনের পরম শত্রু। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি সাপের পাস দিয়ে একটি বেজি বারংবার ঘোরাঘুরি করছে। তারপর সাপটি বেজিটিকে ছোবল দিতে আসে। কিন্তু তা পারে না। অবশেষে দেখা যায় সাপটিও তার নিজের পথে ফিরে যায় এবং বেজিও তার গুহায় ফিরে আসে।

৩.সাপ ও বানর:-
ভিডিওটিতে দেখা যায় যে ২-৩ টি বানর পাহাড়ের গা থেকে নেমে আসছে। সাপটি অন্য একটি প্রাণীকে পেঁচিয়ে মুখে প্রায় গিলে নেওয়ায় চেষ্টা করছিল। কিন্তু তখনই একটি বানর এসে সেই প্রাণীকে বাঁচিয়ে নেয় সাপ এর থেকে।

৪.সাপ ও ঈগল:-
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি ঈগল উড়ে যাচ্ছিল। এবং একটি সাপ ও তার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। হটাৎই ঈগলটির সঙ্গে সাপটির লড়াই বাঁধে। অবশেষে ঈগলটি সাপটিকে তার পায়ে পেঁচিয়ে নিয়ে উড়ে যায়।

এমনই আরও অনেকে ঘটনা রয়েছে পৃথিবীর আনাচে কানাচে। নিজেকে বাঁচতে প্রতিনিয়তই যে, অন্যের সঙ্গে লড়াই করতে হয় তা শুধুমাত্র মানব জাতিতে নয় সব প্রজাতির ক্ষেত্রেই আছে তা এই ঘটনাই আবারও প্রমান করল। এমনকি নিজের ক্ষুধা নিবারণ করতে হলেও যে অন্য প্রাণীকে হত্যা করতে হয় সেটাও এই ভিডিওটিতে দেখা গেল।

ADVERTISEMENT

Related Articles