VideoViral Video

Viral Video: বিশালাকার পাইথনের ডিম সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে ব্যক্তি! জাস্ট একটুর জন্য বাঁচলেন প্রাণে

Advertisement
Advertisements

Viral Video: বড়ো ও বিষধর সাপ নিশ্চয়ই আপনারা নিজেদের জীবনে চাক্ষুস করতে পেরেছেন। নিজের চোখে না দেখলেও এখন সোশ্যাল মিডিয়ার যুগে অতি অবশ্যই বিরল জাতীয় বিভিন্ন সাপ দেখেছেন। নিশ্চয়ই জানেন সব সাপ কিন্তু বিষাক্ত ও ভয়ঙ্কর হয় না। কিছু সাপ আছে যারা কামড়ানোর বদলে নিজেদের শরীরে পেঁচিয়ে মেরে ফেলে। ঠিক তেমনই একটি সাপ হলো পাইথন (Python)। প্রচুর মানুষ আছেন যারা রীতিমতো সাপ পোষেন। তেমনই একজন হলেন আমেরিকান ইউটিউবার ও ‘Reptile Zoo Prehistoric’ কর্ণধার জে ব্রেওয়ার (Jay Brewer)।

Viral Video: বিশালাকার পাইথনের ডিম সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে ব্যক্তি! জাস্ট একটুর জন্য বাঁচলেন প্রাণে

এবার কার্যত এমন একটা ভিডিও ভাইরাল (Viral Video) হলো যা দেখে সবার লোম খাড়া ও বুকের জল শুকিয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে জে প্রথম থেকেই খুব ফেমাস। যে কারণে সবাই জানেন তার কাছে বিভিন্ন প্রজাতির সাপ আছে। শুধু সাপ নয় সরীসৃপ বিভিন্ন প্রাণী পোষেন জে। এবারও একটি পাইথন সাপের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। সাপটি অনেকগুলি ডিমের উপরে বসে আছে। জে খুব সন্তর্পনে সেই ডিম গুলি নেওয়ার চেষ্টা করছিলেন।

ব্যাস, সাথে সাথেই সেই পাইথন জে এর উপরে আক্রমণ করে। কার্যত তাঁকে নিজের শরীরের মধ্যে দিয়ে পেঁচিয়ে ধরে রাখতে চেয়েছিলো। তবে সাপটি কিন্তু সফল হতে পারেনি। জে নিজেই তার ‘jayprehistoricoets’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করেছিলেন। এখনও পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ দেখে নিয়েছেন তার ভিডিও।

Viral Video Of Python:

 

View this post on Instagram

 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)

সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট আছেই। ভিডিওটি দেখে প্রচুর মানুষ বিভিন্ন কমেন্ট করেছেন। তবে মজার বিষয় হলো ভিডিওর ক্যাপশনে জে তার এই পাইথনের ডিম বাঁচানোর কাজকে সবথেকে ‘ডেয়ারিং জব’ (Daring Job) বলে অভিহিত করেছে। কেউ বলেছেন -‘এই বয়সেও এত সাহস ভাবা যায় না, তবে নিজের খেয়াল রাখবেন’। দ্বিতীয় জন বলেছেন -‘বেশ ভালো কিন্তু আমার হাত পা এখনও কাঁপছে’। জে শুধু সাপ নয় কুমির থেকে সিংহ কার্যত সব পশুর সাথেই সময় কাটানোর মুহুর্ত তার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করচ্ছে।