VideoViral Video

Viral: ঘরের ভিতর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির গোলাপী সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

সোশ্যাল মিডিয়ায় (Social Media) সাপের ভিডিও খুব জনপ্রিয়। সাপকে মানুষ খুব ভয় পায়। সাপের বিভিন্ন ভিডিও কিন্তু সবারই পছন্দের। এইভাবে সারা পৃথিবীর বিভিন্ন ধরনের বিরল সাপের ভিডিও আমাদের দেখার সুযোগ হয়। সম্প্রতি এমনই একটা বিরল হালকা রঙের সাপকে ক্লাব হাউস থেকে উদ্ধার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে।

Viral: ঘরের ভিতর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির গোলাপী সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

মির্জা মহম্মদ আরিফ (Mirza Md Arif) নামের একটি ইউটিউব (Youtube) চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ২০২২ এর ১১ ই নভেম্বরে আপলোড করা এই ভিডিওটি ইতিমধ্যেই ৫২ হাজারের বেশি মানুষ এটি দেখে ফেলেছেন। জানা যাচ্ছে উড়িষ্যার (Orisa) ভদ্রক জেলায় এই ঘটনা ঘটেছে।

Viral: ঘরের ভিতর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির গোলাপী সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে একটি ক্লাবহাউসে সাপটি লুকিয়ে ছিল। আরিফ সেখান থেকে সাপটিকে বের করে আনেন। জানা যাচ্ছে এটি কালো চিতি বা বুনগারুস কাইরেলিউস (Bungarus Caeruleus) নামের বিষধর সাপ। এরা আকারে খুব বড়ো না হলেও স্বভাবের দিক থেকে বেশ হিংস্র। এরা মানুষের বাড়িতে রাতে বেলা ঢুকে পড়ে এবং ঘুমিয়ে থাকা লোককে কামড়ায়।

আরিফ জানান এই সাপটি একটি বিরল প্রজাতির সাপ, কারণ এই জাতের সাপ সাধারণত কালো হয়। মানুষের যেমন শ্বেতি রোগ হয়, তেমনি একটা রোগের জন্য এই সাপটি কালো না হয়ে এইরকম হালকা গোলাপি রঙের হয়েছে। নেটিজেনরা এই ভিডিওটি দেখে অবাক হয়েছেন। অনেকেই বলছেন এই ধরনের সাপ তাঁরা আগে দেখেননি। তাঁরা আরিফের সাহসের প্রশংসা করছেন। অনেকেই এই সাপটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।