বাথরুমে ঢুকে গেছে ভয়ানক কোবরা, প্রভুকে বাঁচাতে বিনা ভয়ে লড়াই করলো পোষ্য কুকুর
পৃথিবীতে হাজারও এমন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই যা দেখার পর আমরা রীতিমত অবাক হয়ে যাই। ভাবি এও কি করে সম্ভব? কিন্তু, পৃথিবী হল এমন একটি জায়গা যেখানে অসম্ভব বলে কিছুই নেই। আর তাই এইসব ঘটনাগুলিও সম্ভব। নিজের চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাঁদের আর এর সত্যতার ব্যাপারে জানাতে হয় না।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা কোবরা সাপ কোন এক বাড়ির বাথরুমের কোমড এর উপরে বসে আছে। বাড়ির কুকুরটি সাপটিকে ধরতে চেষ্টা করছে। এমনকি সাপটির সঙ্গে সাহসের সঙ্গে লড়ে যাচ্ছে। তারপর ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাথরুমের এক কোনে কোবরা সাপটি রয়েছে ও অন্যদিকে কুকুরটি রীতিমতো ঘেউ ঘেউ করেই চলেছে।
এমনকি বারবারই সাপটি কুকুরটিকে ছোবল মারার চেষ্টা করছে। কিন্তু ব্যার্থ হচ্ছে। এরপর অনেকক্ষন সাপ ও কুকুরের মধ্যে লড়াই চলার পর দেখা যায় সাপটিও কেমন নিস্তেজ হয়ে পরে আর কুকুরটি সেখান থেকে চলে আসে।
এই ভিডিওটি থেকে একটা কথাই প্রমাণিত হল যে, শক্তি কম হলেই কখনও হেরে যেতে নেই। শত্রুর মুখোমুখি হয়ে লড়াই করার সাহস রাখতে হয়। আর তাহলেই সে শক্তিমান হওয়া সত্বেও তাকে কাবু করা খুব একটা কঠিন কাজ হয় না। কুকুরটি যেভাবে ভয় না পেয়ে ওই কোবরা সাপটির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে গেল তা সত্যিই অবাক করার মতো। সম্প্রতি কোবরা সাপ ও কুকুরের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।