মুখে পেন নিয়ে অবিকল মানুষের মতো খাতায় লিখতে ব্যস্ত খুদে টিয়ে, তুমুল ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই আমাদের প্রতিবেদনের মাধ্যমে সামনে এসেছিল শালিক পাখির কীর্তন করার মুহূর্ত। কাকাতুয়া ও টিয়া বাদ দিলেও যে অন্য পাখি এত চমৎকার কথা বলতে পারে সেই দৃশ্য দেখে সবাই হতবাক হয়েছিলেন। তবে সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে ভাইরাল হয়েছে টিয়া পাখির পড়াশুনার ভিডিও। বিশ্বাস না হলেও এই ভিডিওই এখন বর্তমানে ইন্টারনেট কাঁপাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটা খাতার উপরে সে দাঁড়িয়ে আছে যার মধ্যে বিভিন্নরকম অংক করা। খাতার উপরে দাঁড়িয়েই সে নিজের পা দিয়ে সটাং পেন ধরলো। দেখলে মনে হচ্ছে এক্ষুনি সে কিছু লেখা শুরু করে দেবে। এই টিয়ার কীর্তি দেখে হতবাক সকলে। তবে তাই নয় জোরে জোরে সে ‘মাম্মি মাম্মি’ বলেও ডাকতে শুরু করলো।
আপনাদের জানিয়ে রাখি এই পাখিটির নাম ‘মিঠু’। ইন্ডিয়ান রিংনেক প্রজাতির টিয়া পাখি সবথেকে বেশি মানুষ নিজেদের বাড়িতে পোষ মানান। তার কারণ সস্তা ও খুব সহজেই এই পাখি পোষ মানতে পারে। ‘PS’s Mitthhu’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
মাত্র ৬ মাসের মধ্যেই টিয়াপাখির এই ভিডিও ১৬ লাখের থেকে বেশি মানুষ দেখে নিয়েছেন। কেউ বলেছেন ‘অবিশ্বাস্য’ তো কারোর বক্তব্য ‘সবথেকে কিউট ও ইনোসেন্ট একটা পাখি’। মিঠুর কার্যকলাপ যে নেটিজেনদের খুবই ভালো লেগেছে তা বলার অপেক্ষা রাখে না।