মালিকের নির্দেশে গর্জন করছে সিংহ! পশুরাজকে পোষ মানতে দেখে অবাক নেটবাসী, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়। এর মধ্যে বেশ কিছু পশুপাখির ভিডিও লক্ষ্য করা যায়। এর মধ্যে অনেক পোষা পশুপাখির ভিডিও থাকে। বিশেষ করে যদি ভয়ংকর বা অন্যরকম কোন প্রাণীকে পোষা হয় তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়। এইরকম একটি পোষা সিংহের ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে।
Yo just get a dog 😭
(via humaidalbuqaish/TT) pic.twitter.com/RNhA8ymOvY— Overtime (@overtime) October 20, 2022
ওভারটাইম (Overtime) নামের একটি টুইটার (Twitter) একাউন্ট থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ৮.২ মিলিয়ন মানুষ ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ‘হুমাইদ আবদুল্লা’ (Humaid Abdullah) নামে এক ব্যক্তির সিংহকে পোষ্য বানানোর দৃশ্য এখানে দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে “শুধু একটা কুকুর পুষেছি”।
হুমাইদ একজন পশুপ্রেমী। তাঁর বাড়িতে নানান ধরনের পশুপাখি রয়েছে। এই পোষ্যদের মধ্যে থাকা সিংহের নাম ‘সিম্বা’। ভিডিওতে দেখা যাচ্ছে একটা সোফায় হুমাইদ সিম্বার সঙ্গে বসে আছেন। সিম্বা নামের সিংহটি পুরোপুরি সাদা হওয়ার কারণে দেখতে অসাধারণ সুন্দর। সে মালিকের কোলে বসে বিশাল মুখ খুলে গর্জন করছে। সেই গর্জন শুনে যে কারো ভয়ে বুক শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু হুমাইদ তাকে আদর করে জড়িয়ে ধরছেন।
কমেন্টবক্সে নেটিজেনরা নানারকম মন্তব্য করেছেন। অনেকে বলছেন সিংহটা খুব সুন্দর। কেউ বলেছেন যে এটি মোটেই মজার ব্যাপার নয় কারণ সিংহটির যেকোনো সময় আক্রমণ করতে পারে। কেউ বলেছেন আবদুল্লাহ খুবই বিপজ্জনক একটা পোষ্য রেখেছেন। অনেকে আবার তাঁর সাহস ও পশুপ্রেমের প্রশংসা করেছেন। অনেকেই বলছেন এই ধরনের শখ রাখার কথা তিনি ভাবতেই পারবেন না।