VideoViral Video

Viral : দুর্দান্ত সুরে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান গেয়ে ভাইরাল প্রবীণ মহিলা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছেন অনেকেই। এই প্ল্যাটফর্ম তরুণ প্রজন্মকে দেখিয়েছে আয়ের দিশা। আমাদের চারিপাশে এমন অনেকেই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিত্যদিন নিজেদের প্রতিভা তুলে ধরছেন সকলের সামনে। অনেকে আবার অজান্তেই হয়ে যাচ্ছেন ভাইরাল। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে বাদাম কাকু ভুবন বাদ্যকর কিংবা নদীয়ার বাসিন্দা রানু মন্ডল। আর এবার সেই তালিকাতে নাম জুড়ল আর এক প্রতিভাবানের।

দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে নানান প্রতিভা। আর তার মধ্যে থেকেই মাঝে মাঝে প্রচারের আলোয় আলোকিত হয়ে যান বেশ কয়েকজন। আবার অনেকেই পড়ে থাকেন অন্ধকারে। এমনই এক বিরল প্রতিভার গল্প তুলে ধরা হল আজকের প্রতিবেদনে। কঠিন পরিশ্রমী এই মহিলার গল্প শুনলে চোখ ভিজবে জলে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খোঁজ পাওয়া গেল এক গায়িকার। যার কন্ঠ মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার বাসিন্দাদের। আর সে কারণেই তো রাতারাতি তিনি হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানেই দেখা গেল, রাস্তার ধারে দাঁড়িয়ে সুরেলা কন্ঠে গান গাইছেন এক মধ্যবয়স্কা মহিলা। হুবহু লতা মঙ্গেশকরের মতো গান গেয়ে তাক লাগিয়েছেন তিনি। ওই মহিলার কন্ঠ শুনে অনেকেরই মনে পড়ে গেছে রানুমন্ডলের কথা।

 

View this post on Instagram

 

A post shared by Suro_Sangeet (@suro_sangeet)

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি তুলে ধরা হয়েছে ‘Suro_Sangeet’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও হয়ে গিয়েছে ভাইরাল। অচেনা ঐ মহিলার কন্ঠে শোনা গেল 1966 সালের চলচ্চিত্র ‘আয় দিন বাহার কে’ থেকে লতা মঙ্গেশকরের গাওয়া ‘শুনো সাজনা পাপীহে নে’ গানটি। তাঁর গান শুনে মুগ্ধ নেটপাড়া। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়।