VideoViral Video

Viral : বয়স শুধু সংখ্যা মাত্র! ‘Do Ghoont’ গানে নাতির সাথে জমিয়ে নাচ বৃদ্ধা ঠাকুমার, তুমুল ভাইরাল ভিডিও

বয়স শুধুমাত্র একটা সংখ্যা তার প্রমাণ কিন্তু বারংবার পাওয়া যায় সোশ্যাল মাধ্যমে। যেভাবে বয়স্ক মানুষরা নিজেদের সময় উপভোগ করছেন তা দেখলে বিশ বছরের যুবকও কষ্ট পেতে বাধ্য। জীবনের যে কোনো সময়ে যে কোনো কাজ করে সবাইকে চমকে দেওয়া যায় এই মানুষ গুলোই এখন তার প্রমান। আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবাক করা বহু ভিডিও দেখে থাকি। তার মধ্যে বয়স্ক মানুষদেরও বিভিন্ন ভিডিও ভাইরাল (Viral) হয়। যেমন সম্প্রতি এক ৯০ বছর বয়ষ্কা ঠাকুমা বিখ্যাত হিন্দি গানে নাচ করে কার্যত সবাইকে চমকে দিয়েছে।

ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে সেই মহিলার কতটা বয়স হয়েছে যে কারণে চামড়া কুঁচকে গেছে আর রীতিমতো শরীরের কাঠামো গেছে ভেঙে। কিন্তু তার মধ্যে যে ইচ্ছা ও উন্মাদনা দেখা গেল তা সত্যি অতুলনীয়। ঘরের মধ্যে জোড় কদমে সে একাই নেচে চলেছে। পাশে অবশ্য তার সঙ্গ দিচ্ছিলেন নাতি। তিনি সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম একাউন্টের মাধ্যমে আপলোড করেছেন।

বিখ্যাত ‘দো ঘুন্ট মুঝে ভি পিলা দে সারাবি’ গানের রিকিক্স ভার্সনে নাচ করেছেন তিনি। ৮৯ বছরের এই মহিলার নাচ দেখলে আপনি ভুলে যাবেন নিয়া শর্মা (Nia Sharma) -কে। পরনে তার গোলাপি রঙের শাড়ি, মাথা ঘোমটা। জানা যাচ্ছে তিনি তার নাতির ইনস্টাগ্রাম রিল ভিডিওর জন্যই এই নাচ করছেন। @ankitjangidd নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল এই সুন্দর ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by Ankit Jangid (@ankitjangidd)

এখনও পর্যন্ত দেড় লক্ষের বেশি দর্শক দেখেছেন এই ভিডিও। আর সবাই কার্যত বয়স্কার এই নাচের গুণগান করেছেন। কোনো প্রশিক্ষন প্রাপ্ত নাচ না করলেও এই মিষ্টি পারফরমেন্সে মজেছেন সকলে। এর আগেও নাকি তিনি নাচ করেছিলেন। আর দর্শকদের অনুরোধেই আবারো এই নাচ। তাই হাতে মাত্র ১৫ সেকেন্ড মতো সময় থাকলে অবশ্যই এই অন্যরকম ভিডিওটি দেখবেন এবং দেখাতে ভুলবেন না। কেমন লাগলো তা অবশ্যই জানান।