রাস্তার মাঝে ‘টুম্পা সোনা’ গানে তুমুল নাচ বৃদ্ধ দাদুর, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
আজকাল ইন্টারনেট ব্যবহার করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। ছোট থেকে বড় সকলেই ইন্টারনেট ব্যবহার করেন। আজকাল অবশ্য বৃদ্ধ-বৃদ্ধারাও ইন্টারনেটের পরিষেবা ব্যবহার করছেন। কেউবা কর্মসূত্রে আবার কেউ বিনোদনমূলক কাজে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
কারন আজকাল বেশিরভাগ কাজই ইন্টারনেটের মারফত হয়ে থাকে। আবার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ছবি,গান,ভিডিও দেখতে পাওয়া যায়। তাই বিনোদনের মাধ্যম হিসেবে ইন্টারনেট এর জুড়ি মেলা ভার। আজকাল ইন্টারনেটের দৌলতে বিভিন্ন রকম হাস্যকর ছবি বা গান দেখতে পাওয়া যায়।
সম্প্রতি” টুম্পা সোনা” নামে একটি গান খুবই ভাইরাল হয়েছে। শুধু গানই নয় পুরো মিউজিক ভিডিওটি ভাইরাল হয় ইউটিউবে। গান টিতে টুম্পা নামের একটি মেয়ে একজনের জীবন বদলে দেয়। গানটি পুরো সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ভালো জনপ্রিয়তা পেয়েছে।
আসলে গোটা গানটির মাধ্যমে একটি গল্পকে তুলে ধরা হয়েছে। সেই কারণে গানটি আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আবার এই গানের অনেক মজাদার ভিডিও শেয়ার করা হয়েছে। এই গানের সাথে সম্প্রতি এক বৃদ্ধকে কোমর দুলিয়ে নাচতে দেখা যায়।
রাস্তার সকল দর্শকেরা দাদুর নাচ উপভোগ করেন। অনেকে আবার সেই নাচকে ক্যামেরাবন্দিও করেন। দাদুর সেই নাচ মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে জনপ্রিয়তা পায়। রাস্তার দর্শকরাও খুব ভালোভাবে উপভোগ করেন সেই নাচ। বৃদ্ধের এত বয়স হওয়া সত্বেও এরকম নাচ দেখে তারা অনেকেই প্রশংসা করেছেন।
O tumpa Sona
Dadu version 😂😂 pic.twitter.com/WlXXMmP5DS— News Pratidin (@PratidinNews) November 30, 2020
আর বৃদ্ধ কোমর দুলিয়ে গানের সঙ্গে নেচে খুব উপভোগ করেছেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওর লাইক,কমেন্ট এবং শেয়ার বাড়তে শুরু হয়ে যায়। এ বয়সেও দাদুর এরকম নাচ দেখে সকলেই দাদুর প্রশংসা করেছেন।