এই বয়সেও দুর্ধর্ষ এনার্জি! সুপারহিট গান ‘Dholida’র তালে উদ্দাম নাচ বৃদ্ধা ঠাকুমার, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Old Grandmother Dance Video: আমাদের দেশে প্রায় ১০০ -র বেশি লোক নৃত্য প্রচলন আছে। এক একটি রাজ্যের বিভিন্ন স্থানে নিজেদের নৃত্য কলা বছরের পর বছর ধরে চলে আসছে। যেমন গুজরাট রাজ্যের ‘গড়বা’ নৃত্য স্টাইল খুব বিখ্যাত। নবরাত্রি সহ বিভিন্ন অনুষ্ঠানে এই নাচ দেখতে পাওয়া যায়। এবার সত্তর বয়সের বেশি এক ‘দাদির’ থেকে দেখা মিললো জবরদস্ত গড়বা নাচের।
একটি স্টুডিওর মধ্যে এক যুবক যিনি সেই বয়স্কা দাদিকে নাচ শেখাচ্ছেন। কিছু স্টেপ শিখিয়ে দেওয়ার পরেই নিজের থেকেই দারুন সুন্দর নাচতে শুরু করে দিলেন তিনি। এই বছরের বিখ্যাত সিনেমা ‘Gangubai Kathiawadi’র বিখ্যাত ‘Dholida‘ গানে গড়বা নাচলেন তিনি। পরনে তার হলুদ রঙের সাদামাটা শাড়ি। সম্পূর্ণ ঘর ঘুরে তার এমন নাচ চমকে দিয়েছে নেটিজেনদের।
View this post on Instagram
তবে তিনি এই বয়সেও এই ধরণের নাচ দেখিয়ে সবার মন জয় করে নিয়েছেন। আগের বছরের নবরাত্রির সময়েও এই বয়স্কা মহিলা তার নাচের জন্য ভাইরাল হয়েছিল। ‘Garba Lovers’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখন ২০ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে সুন্দর ভিডিওটিতে।