VideoViral Video

জন্মের ৭২ ঘণ্টার মধ্যেই হামা দিচ্ছে শিশু! চেষ্টা করছে কথা বলার, ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া

বিস্ময় শিশু! জন্মের মাত্র ৭২ ঘন্টার মধ্যেই হামাগুড়ি দিচ্ছে সদ্যোজাত। মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। আজকালকার দিনে কখন কি ঘটনা ঘটে তা আগে থেকে কিছুই আন্দাজ করা যায়না। সম্প্রতি এমনই একটি ঘটনা রীতিমতো নজর কেড়েছে সকলের। জন্মের পর শিশুদের হামাগুড়ি দিতে মোটামুটি ছয় মাস সময় লাগে। আবার কেউ কেউ চারমাসেও দেয়। আর কথা বলতে তো রীতিমতো দেড় থেকে দু বছর লাগে। কেউ আবার তার আগেও শেখে।

কিন্তু সম্প্রতি একটি ভিডিও (Video) নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে, জন্মের ৭২ ঘন্টার মধ্যেই শিশুটি কিছু এক্টিভিটি করছে। আর যা রীতিমতো সবাইকে অবাক করেছে। আমেরিকার পেনসিলভেনিয়ার বাসিন্দা হলেন সামান্থা মিশেল। বয়স তার ৩৪ বছর। সম্প্রতি তিনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর বাচ্চাটিও সুস্থ-স্বাভাবিক ভাবেই পৃথিবীর আলো দেখেন। ফুটফুটে মেয়েকে পেয়ে তো একেবারে খুশিতে আত্মহারা ওই মহিলা।

কিন্তু ৭২ ঘন্টা যেতে না যেতেই ঘটে অবাক কান্ড। বাকি পাঁচটা বাচ্চাদের মতো ওই শিশুটিকেও যথারিতি একটি কাঁচের বেবিকটে শুইয়ে রাখা হয়েছিল। সাধারণত এভাবেই শিশুরা থাকে। এরপর শিশুর যত্ন নেওয়ার জন্য নার্স আসেন। আর তারই নজরে আসে ওই অদ্ভুত কান্ড। নার্সটি দেখতে পায় যে, তিন দিনের বাচ্চাটি নিজের হাতে ভর করে গোটা শরীরটা উল্টে ফেলেছে। এমনকি হামাগুড়ি দেওয়ারও চেষ্টা করছে।

শুধু তাই নয় মুখ দিয়ে এমন আওয়াজ বের করছে যা সাধারণত কোনো বাচ্চা এক বছরের আগে করতেই পারে না। কিন্তু এই পুরো বিষয়টি তিন দিনের বাচ্চাটি অবলীলায় করে চলেছে। কিন্তু কিভাবে এটি করছে তার কারণ সকলের কাছেই অজানা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ভিডিও (Video)।