OffbeatVideoViral Video

মালিককে হাসপাতালে এই অবস্থায় দেখে উদ্বিগ্ন পোষ্য কুকুর, ভিডিও দেখে চোখের জল আটকাতে পারলো না নেটিজেনরা

বলা হয় মানুষ বড়ই স্বার্থপর জাতি এই পৃথিবীতে। নিজের কাজের জন্য মানুষ সব কিছু করতে পারে। তবে পোষ্যরা কিন্তু স্বার্থপর হয় না। যে কারণেই সারমেয়কে বলা হয় সব থেকে বিশ্বস্ত প্রাণী। আর সোশ্যাল মিডিয়ার উপস্থিতিতে সব কিছুই তো দেখা যায়। যেমন খুনসুটি তেমনই থাকে ভালোবাসা। আবার কোনো কোনো ভিডিও দেখা মাত্রই জলে ভরিয়ে তোলে আমাদের চোখ। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মালিক ও তার পোষ্যর নিদারুন ভালোবাসার ভিডিও ফুটে উঠেছে।

ঘটনাটি রাইডআউট মেমোরিয়াল হাসপাতাল, আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার শরীর যে খুব খারাপ তা বলার অপেক্ষা রাখে না। কার্যত মৃত্যুর সাথে লড়াই করছে সে। তবে হাসপাতাল কতৃপক্ষ তার পোষ্য সারমেয়কে নিয়ে এসেছে। প্রথমে এসেই সে মাথা থেকে পা পর্যন্ত কার্যত দেখে নিলো।

তার করুন আর্তনাদ পৌঁছে দিতে চায় প্রিয় মালিকের কানে। কার্যত তার মাথার কাছে গিয়ে একসময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। এমন করুণ দৃশ্য দেখে চোখ ভিজে উঠেছে নেটিজেনদের। নিয়তি কখন কাকে এই পথে নিয়ে আসে তা বোঝা যায় না। তবে এই ভিডিওটি যে এমনভাবে নেটিজেন মহলে সাড়া ফেলবে তা বোঝা যায়নি।

‘storyful’ নামের একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে এই ভিডিও। ভিডিওর সূত্র ধরে জানা গেছে সারমেয়টির নাম মইলি। আর তার মালিক জেসন ব্রেন স্ট্রোক হয়ে হঠাৎ মৃত্যু হয়ে যায়। যে কারণেই তার শেষ সময়ে প্রিয় সারমেয়টিকে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য। সত্যি এমন ভালোবাসা গুলোই যেন এই পৃথিবীতে বছরের পর বছর বেঁচে থাকে এই আসা করাই যায়।